নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্মপুত্রযুধিষ্ঠিররা সাবধান

ইমরোজ

হমপগ্র

আমার আমি।

হমপগ্র › বিস্তারিত পোস্টঃ

আজকের পত্রিকা সাহিত্যিক কবিদের জন্য ও আজ সৃষ্টি সুখের উল্লাসে!

২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৪০

সে অনেক আগের কথা। ১৯২০-২১ সাল। তখন থেকে কাজী নজরুল ইসলাম নানা উপায়ে বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর লেখা ছাপাতে থাকেন। বাস্তবই সে সময় মুষ্টিমেয় লেখকের মাঝে নিজেকে ধরা কতটা কষ্টকর ছিল তা অনুমান করা যায়। তাঁর লেখা ক্রমেই সাহিত্য অঙ্গনে মোটামুটি ঝড় তোলে। তাঁর লেখা নিয়ে নামকরা পত্রিকাগুলো আলোচনা করতে থাকে। এবং তাঁকে ক্রমেই মানুষ চিন্তে থাকে।



এবার আসি আমাদের দেশে বর্তমান অবস্থায়। প্রতিদিন প্রথমআলোর সাহিত্য পত্রিকা খুলি। যদি একটা লেখা নজরুলের মত পাই! এরকম আকালের দেশে আমাদের মহান কবিরা যেসব অকবিতা লেখেন তা অত্যন্ত দুঃখের বিষয়। আমাদের নজরুল বলে একজন কবি ছিলেন আমরা ভুলেই গেছি। গদ্য কবিতা নামক অখাদ্যে সাহিত্য পত্রিকা সয়লাব। তার অর্থ খুজে বের করা অত্যন্ত দূরহ হয়ে পড়ে।



আমাদের আজকে প্ল্যাটফর্মের অভাব নাই। তবু একটা নজরুলের জন্ম এ দেশ আর দিতে পারছে না। মাঝে মাঝে অবাক হই।



নজরুল একজন কালজয়ী কবি। হাজার বছর পরেও তাঁর কবিতা পুরান হবার নয়।



আজকে তাঁর যে কবিতা আমার হৃদয়ে একটু পর পর ধ্বনিত হচ্ছে, আমি বার বার পড়ছি তা আপনাদেরকেও পড়তে দিলাম।



আজ সৃষ্টি-সুখের উল্লাসে



আজ সৃষ্টি সুখের উল্লাসে -

মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে

আজ সৃষ্টি-সুখের উল্লাসে।



আজকে আমার রুদ্ধ প্রাণের পল্বলে -

বান ডেকে ঐ জাগল জোয়ার দুয়ার - ভাঙা কল্লোলে।

আসল হাসি, আসল কাঁদন

মুক্তি এলো, আসল বাঁধন,

মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুখের সুখ আসে।

ঐ রিক্ত বুকের দুখ আসে -

আজ সৃষ্টি-সুখের উল্লাসে!



আসল উদাস, শ্বসল হুতাশ

সৃষ্টি-ছাড়া বুক-ফাটা শ্বাস,

ফুললো সাগর দুললো আকাশ ছুটলো বাতাস,

গগন ফেটে চক্র ছোটে, পিণাক-পাণির শূল আসে!

ঐ ধূমকেতু আর উল্কাতে

চায় সৃষ্টিটাকে উল্টাতে,



আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে

আজ সৃষ্টি-সুখের উল্লাসে!

আজ হাসল আগুন, শ্বসল ফাগুন,

মদন মারে খুন-মাখা তূণ

পলাশ অশোক শিমুল ঘায়েল

ফাগ লাগে ঐ দিক-বাসে

গো দিগ বালিকার পীতবাসে;



আজ রঙ্গন এলো রক্তপ্রাণের অঙ্গনে মোর চারপাশে

আজ সৃষ্টি সুখের উল্লাসে!

আজ কপট কোপের তূণ ধরি,

ঐ আসল যত সুন্দরী,

কারুর পায়ে বুক ডলা খুন, কেউ বা আগুন,

কেউ মানিনী চোখের জলে বুক ভাসে!

তাদের প্রাণের 'বুক-ফাটে-তাও-মুখ-ফোটে-না' বাণীর বীণা মোর পাশে

ঐ তাদের কথা শোনাই তাদের

আমার চোখে জল আসে

আজ সৃষ্টি সুখের উল্লাসে!



আজ আসল ঊষা, সন্ধ্যা, দুপুর,

আসল নিকট, আসল সুদূর

আসল বাধা-বন্ধ-হারা ছন্দ-মাতন

পাগলা-গাজন-উচ্ছ্বাসে!

ঐ আসল আশিন শিউলি শিথিল

হাসল শিশির দুর্বাঘাসে

আজ সৃষ্টি-সুখের উল্লাসে!



আজ জাগল সাগর, হাসল মরু

কাঁপল ভূধর, কানন তরু

বিশ্ব-ডুবান আসল তুফান, উছলে উজান

ভৈরবীদের গান ভাসে,

মোর ডাইনে শিশু সদ্যোজাত জরায়-মরা বামপাশে।

মন ছুটছে গো আজ বল্গাহারা অশ্ব যেন পাগলা সে।

আজ সৃষ্টি-সুখের উল্লাসে!

আজ সৃষ্টি-সুখের উল্লাসে!!

মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৪৭

ইউনুস খান বলেছেন: একজন নজরুলের অপেক্ষায়.....................

২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১২

হমপগ্র বলেছেন: ধন্যবাদ ইউনুস ভাই!

২| ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৪৮

পথিক!!!!!!! বলেছেন: সমস্যাটা কোথায়..বুঝলাম না...
কবিতা বলতে কি বুঝেন আপনারা ক্লিয়ার করেন..নাইলে চুপ করেন
দুইটা একসাথে করতাছেন ...কেনো ...সাগরেরর দুই দিকে একসাথে ঢেউ
চলেনা..সে চলে একদিকে

২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১১

হমপগ্র বলেছেন: আমার কোন সমস্যা নেই পথিক ভাই।

ব্লগের এই কবিতা বিরোধী প্রপাগান্ডায় আমাকে মিলালে চলবে না।

আমি এই হুদাই আকামের জন্য বিরক্ত!

৩| ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫১

রিয়াজ শাহেদ বলেছেন: নজরুল-সুকান্ত-হুমায়ুন আজাদ আমার প্রিয় তিন কবি।

২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৮

হমপগ্র বলেছেন: ধন্যবাদ শাহেদ ভাই!

ভালো থাকবেন!

৪| ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫১

বিবর্তনবাদী বলেছেন: নজরুল রবীন্দ্রনাথকে খুজি না। তবে একজন দুরন্ত পথিকের অপেক্ষায় আছি।

২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৭

হমপগ্র বলেছেন: আমিও! ধন্যবাদ আপনাকে !

৫| ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫১

শফিউল আলম ইমন বলেছেন: অনেক সুন্দর কবিতা দিয়েছেন। আমার অসম্ভব প্রিয় কবির প্রিয় কবিতা।
আপনার কথা ঠিক। নজরুলের মত আরেকজন কবি আমরা কখনোই পাবো না। সাহিত্য সাময়িকী আমি আগে খুব পড়তাম, এখন পড়তে ইচ্ছে করে না।
আপনাকে অশেষ ধন্যবাদ।

২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৭

হমপগ্র বলেছেন: ধন্যবাদ ইমন ভাই।

আমারও অত্যন্ত প্রিয় একটি কবিতা। এর ধারে কাছে আসে এমন একটি কবিতা পাই না আজ। এটাই খারাপ লাগে!

৬| ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৯

রাশেদ বলেছেন: হু।

২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১২

হমপগ্র বলেছেন: হু! মানে কী রাশু?

৭| ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪৭

বিবেক সত্যি বলেছেন: অতি প্রিয় এক কবিতা দেয়ার জন্য ধন্যবাদ...



*(ছন্দ-মাত্রার মিলঅলা গতিশীল কবিতা ভালো লাগে....)

২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫৫

হমপগ্র বলেছেন: ধন্যবাদ!

৮| ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪০

সুখী মানুষ বলেছেন: "তবু একটা নজরুলের জন্ম এ দেশ আর দিতে পারছে না " - নজরুলের জন্ম এই দেশে নয়।
কিন্তু কবি নজরুলের জন্ম এই দেশের বুকে।

ইয়াহু রুমে যখন গ্রুপ ভয়েস চ্যাট করতাম বছর ৭/৮ আগে তখন অশ্রু আপু আমাকে বলেছিলেন.. যে অরুণ বহুদিন পরে নজরুলকে বুঝে শুনে পছন্দ করে এমন একজন লোক পেলাম।

দুঃখের কথা হলো, এমন অনেক লোকজনকে আমি জানি, যারা মাস্টার্স পাশ তবু বিশ্বাস করে + গল্প করে
১) নজরুলের নোবেল পাবার কথা ছিল (যেখানে তিনি নোবেলের জন্য এপ্লায়ই করেন নাই!)
২) রবীন্দ্রনাথ নাকি নজরুলের কবিতা চুরি করেছেন! (যেখানে রবী যখন নোবেল পেয়েছেন তখন নজরুল সবেমাত্র লেখা শুরু করেছেন)

বান্তবে কেউ ই জানেন না রবী-নজরুলের কত ভালো সম্পর্ক ছিলো। রবী-নজরুল একই সময়ের কবি নন। রবীর যখন শেষ প্রায় তখনই নজরুলের আবির্ভাব। তবে বাংলা সাহিত্যের এই দুই জন দু'টি নক্ষত্র। কেউই কারো আলোয় আলোকিত নন, আবার দুজনেই তীব্র আলোকিত আপন মহিমায়।

২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৫

হমপগ্র বলেছেন: ধন্যবাদ সুন্দর এই মন্তব্যের জন্য সুখী মানুষ!

৯| ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:৫৪

রাশেদ বলেছেন: কি জানি বাপু! মানে টানে জানি না রে!

২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৬

হমপগ্র বলেছেন: হু!

১০| ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫১

কেএসআমীন বলেছেন: বাহ্ - সুখী মানুষ দারুন বলেছেন...

ব্লগে নিয়মিত হওয়ার আহবান...

ইমরোজ ভাইকে ধন্যবাদ...

২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৬

হমপগ্র বলেছেন: ধন্যবাদ আমিন ভাই!

১১| ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৩

কেএসআমীন বলেছেন: আপনাকেও ধন্যবাদ। সুখী মানুষটা আসলেই বেশ সুখী।

১২| ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪৫

সবাক বলেছেন: মেনে নিতে হয়...

১৩| ২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫২

সুখী মানুষ বলেছেন: কেএসআমীন ভাই, কত দিন আপনার সাথে দেখা হয়না :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.