| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার দেখা হবে কোন এক বিকেলবেলা,
যাচ্ছ তুকি কোথাও করে তাড়াহুড়া!
হয় তো থমকে দাঁড়াবে কিছুক্ষণ,
বা না দেখার বাণ করে মুখ লোকাবে!
হয় তো বা আড় চোখে তাকাবে বারবার নীরবচারী মৃদু কষ্টের কাছে পরাজয়ে!
আবার দেখা হবে কোন এক বিকেলবেলা,
হাটছো তুমি গন্তব্যে তোমার!
হয় তো তোমার পা আটকে যাবে অদৃশ্য কোন শিখলে!
অথবা চমকে যাওয়া মুখটা ঢাকবে ব্যস্ততার আড়ালে!
আবার দেখা হবে কোন এক বিকেলবেলা
তোমাতে- আমাতে!
ভুলে যাওয়া স্মৃতি গুলো ফিরে আসবে ক্রমে
আর আবারো কয়েকটা নির্ঘুম রাত সাক্ষি হবে জীবনের অপরাধে।।।
২|
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২১
ইমতিয়াজ মাসুদ বলেছেন: হাহা......
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩
রাজীব নুর বলেছেন: দেখা হোক। দেখা হওয়া দরকার।