![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি টাঙ্গাইল শাড়ির অনলাইন দোকান করতে চাই। এর জন্য একটি ওয়েবসাইট করতে চাই। যদি টেকি ভাইরা সাহায্য করেন কীভাবে কী করতে হবে আমার অসম্ভব উপকার হত। ধন্যবাদ আগাম।
০১ লা জুন, ২০১৩ রাত ১১:০২
ইমরান মামা বলেছেন: ধন্যবাদ দাদা দেখতেছি আপনার সাজেস্টেড সাইট দুটোই। ধন্যবাদ।
২| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:১০
মদন বলেছেন: টারগেটেড কাস্টোমার কারা? লোকাল নাকি বাইরের?
০১ লা জুন, ২০১৩ রাত ১১:১৯
ইমরান মামা বলেছেন: আপাতত ভাই লোকাল বায়ার। কিন্তু ভাই সাইট কোথা থেকে কীভাবে বানাবো বুঝতেছি না।
৩| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:৪৪
মদন বলেছেন: সাইট পরে বানান, সাইট বানানো সমস্যা না, বানিয়ে বিপদে পড়েন না।
প্রথমেই বলে নেই শাড়ী মেয়েদের প্রিয় জিনিস যেমন, অনলাইনে বিক্রি তেমনি কঠিন। মেয়েরা শাড়ীর দোকানে চরকির মতো বন বন করে ঘুরে দশ দোখান দেখে বিশটা শাড়ি দেখে তবুও পছন্দ করতে পারে না। অনলাইনে শাড়ীর ডিজাইন, কাপড়ের বুনন, কোয়ালিটি কোনো কিছুই তেমন বোঝা যায় না, ফলে ছবি দেখে অর্ডার দিয়ে বাসায় নিয়ে পরে ফেরত দেবার ঝামেলাতে প্রায়ই পড়তে হবে।
এই ধরনের সমস্যা নিয়ে আগে ভাবেন। সাইট তৈরী বড় কোনো ইস্যু নয়।
০১ লা জুন, ২০১৩ রাত ১১:৫৬
ইমরান মামা বলেছেন: আপনার কথা সম্পূর্ণ সঠিক। এবং এই ব্যাপারটা আমার জন্য বড় একটা লিমিটেশন। বাট প্র্যাকটিক্যাল ফিল্ডে না গেলে তো বুঝত্ওে পারব না এর সমাধান কী হতে পারে।
৪| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:১২
মদন বলেছেন: হাই রেজুলেশন ক্যামেরা দিয়ে ক্লোজ শটে ছবি তুললে কাপড়ের ধরন এবং ডিজাইন দুটিই ভালো বুঝতে পারার কথা। সাথে সঠিক বর্ননা থাকতে হবে।
কাপড় পছন্দ না হলে কাপড় ফেরত নেয়া হবে নাকি বদলে অন্যটি দেয়া হবে এই বিষয়গুলো আগে দেখা দরকার। অর্ডার বাতিল করে দাম ফেরতের সুযোগ থাকবে কিনা এটিও ভাবতে হবে।
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৩ রাত ১০:৪৩
মদন বলেছেন: http://www.dhakasharee.com/ ব্রাউজ করতে থাকুন
আপনার সাইটটি করা হলে জানাবেন http://www.deshigift24.com/ এখানে যুক্ত করে দিবো ইনশাআল্লাহ