![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।
সেদিন আর কথা হলো না।
অতি সাধারণভাবে ভেঙে যাচ্ছে গোলাপ। গোলাপের পাতা।
তুমি ঘুমোলে, আর আমি তো একটুখানি
রাত জাগলেই
দুপুর।
সময়েরা পালক হয়; কিন্তু সাদা পায়রা হওয়ার
আগেই ঝরতে শুরু করে। ওরা ঝরে এমনভাবে-
যেন ক্ষয় হওয়ার জন্য
এর চেয়ে উপযুক্ত কোনো পথ নেই।
অথচ সময়েরা ঝরে তোমার কথা ভেবে।
এসব কিছুই জানো না। তোমার সাথে কালেভদ্রে টুকটাক কথা হয়।
আজকাল তোমার দেখাও পাওয়া যায় না তেমন। শুধু লুকিয়ে থাকতে দেখি আমার কবিতায়।
২| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৮
আরজু পনি বলেছেন:
আজকাল তোমার দেখাও পাওয়া যায় না তেমন। শুধু লুকিয়ে থাকতে দেখি আমার কবিতায়।
৩| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০১
হাসান মাহবুব বলেছেন: নাইস।
৪| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৮
আকিব আরিয়ান বলেছেন: সুন্দর
৫| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর +++
৬| ২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
একজন ঘূণপোকা বলেছেন:
২য় প্লাস
৭| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিরাই পারে অন্যের কথা লিখে ফেলতে
৮| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪২
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: বেশ লাগলো!
৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৪
আলম দীপ্র বলেছেন: সময়েরা পালক হয়; কিন্তু সাদা পায়রা হওয়ার আগেই ঝরতে শুরু করে। ওরা ঝরে এমনভাবে- যেন ক্ষয় হওয়ার জন্য
এর চেয়ে উপযুক্ত কোন পথ নেই।
++++++
১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৭
মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার !! অনেক সুন্দর
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৫
স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ !