নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বাংলাদেশ

ইন্নো_৭১

A clear and innocent conscience fears nothing. ...

ইন্নো_৭১ › বিস্তারিত পোস্টঃ

বায়তুল মোকাররম মসজিদে আগুন।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

কতিপয় ব্লগার বায়তুল মোকাররম মসজিদে আগুন লাগা নিয়ে মিথ্যা'র আশ্রয় নিচ্ছেন। কিন্তু কথাটা এমন না। তাদের কাছে কোন বস্তুনিষ্ঠ খবর নেই। বাংলানিউজ ২৪ কম পত্রিকার খবর নিয়ে আবারো চাঙ্গা হওয়ার চেষ্টা করতেছে। কিন্তু বিষয়টা মসজিদের বাইরে ঘটেছে। আর বাংলানিউজ ২৪ কম সেটা হিট করার জন্য মিথ্যা সংবাদ পরিবেশন করতেছে। লেখাটা পরে দেখেন, মসজিদের মধ্যে না মসজিদের বাইরে।



"জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজের জন্য পাতা গালিচায় আগুন ধরিয়ে দিয়েছে জামায়াত ঘেঁষা ইসলাম আশ্রয়ী দলগুলোর নেতাকর্মীরা।



শুক্রবার জু’মার নামাজের পর তাদের শাহবাগ অভিমুখী জঙ্গি মিছিলে পুলিশ বাধা দিয়ে তারা বায়তুল মোকাররমের উত্তর দিকের সিঁড়ি সংলগ্ন এলাকায় পাতা নামাজের গালিচায় আগুন ধরিয়ে দেয়।



তবে মসজিদের খাদেমরা দ্রুত ছুটে এসে আগুন নেভানোর উদ্যোগ নেয়। আসে ফায়ার সার্ভিস। ফলে বড় ধরনের আগ্নিকাণ্ডের কবল থেকে রক্ষা পায় জাতীয় মসজিদ।"

লজিক নিয়ে এসো হে নাস্তিক বোদ্ধারা।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

যোগী বলেছেন: মসজিদে নামাজের জন্য ব্যবহৃত কোন বস্তুতে আগুন দেওয়া কি মসজিদের ক্ষতি নয়????????????????



উত্তর দে রে জংগী????????????

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

ইন্নো_৭১ বলেছেন: উত্তর কি দেব রে? এখন পর্যন্ত কোন ছবি দেখাতে পেরেছিস? বা ওই পত্রিকার তো অন্তত একটা ছবি থাকত। আন্দাজ কইরা মারিস না।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

রুদ্র মানব বলেছেন: তোরা সাংবাদিকদের গুলি আর বোমা মারলে আমরা ছবি পাব কোথায় রে জঙ্গী /:)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

ইন্নো_৭১ বলেছেন: গুলি কি এতই সস্তা! রাস্তায় বেরোলে পাওয়া যাচ্ছে? বাহঃ বাহঃ। আর আমার আগের পোস্ট গুলো দেখে তারপর বল, আমি জঙ্গি কিনা। আজাইরা ক্যাচাল করতে আসিস না। নাস্তিকদের বিরুদ্ধে আমজনতার অবস্থান দেখেছিস? ইসলামের পথে না থাকিস। ভালো কথা। মাগার বিরুদ্ধাচরণ করিস না।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

পিওর গাধা বলেছেন: চিলে কান নেয়ার মতই অবস্হা যোগীর :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

ইন্নো_৭১ বলেছেন: হুদাই একটা মন্তব্য ছুড়ে দেয়া আর কি। অন্যায় করার পর জিজ্ঞাসাবাদে যেমন ম্যা ম্যা করে ঠিক সেরকম যোগীর অবস্থা।

১০০% সহমত ভাই।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪

প্রভাষ প্রদৌত বলেছেন: ১০০% খাঁটি ছাগু।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

ইন্নো_৭১ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। তবে গাঁজাখোরি মন্তব্য করার একটা প্রেক্ষাপট আছে। তোমার জন্যঃ তুমি হয়ত নতুন ব্লগার। অথবা জ্ঞানের গণ্ডগোল আছে তোমার।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩

এই আমি সেই আমি বলেছেন: সে নিজে আশ্বস্ত এবং আমাদেরকে আশ্বস্ত করছে যে মসজিদে আগুন দেয় নাই , মসজিদের সামনে আগুন দ্দিয়েছে ,আর আগুনের ধর্ম হল যেখানে লাগে সেখানেই থকে ।

ভাই এদের জানি আপনারা কোন নামে ডাকেন ?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

ইন্নো_৭১ বলেছেন: মর্মার্থ বুঝিতে ব্যর্থ হইলাম। আবার ->

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৪

যোগী বলেছেন:


দেখতো মসজিদে এই ভাবে আগুন লাগানো জাযেজ কিনা?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

ইন্নো_৭১ বলেছেন: ও রে, তোর চাচারা মসজিদে টিয়ার শেল মারলে, তুই কি করতি?

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪০

টয় বয় বলেছেন:
-

যোগী এখন নামাজ পড়বো কই, দেশের সব মসজিদ পুইড়া সাফ হইয়া গেছেরে :(

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

ইন্নো_৭১ বলেছেন: ওর নামই তো যোগী। ও আবার কেমনে নামাজ পড়ে?

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৬

আহলান বলেছেন: এটা আল্লাহর ঘরের অবমাননা। নাস্তিকদের বিরুদ্ধে কর্মকান্ড পরিচালনা করতে যদি কেউ আল্লাহর ঘরকেই অপবিত্র করে, তাহলে তো সে ও মহা পাপী .....

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

ইন্নো_৭১ বলেছেন: অবশ্যই ভাই, আমাদের আরো নিখুঁতভাবে নাস্তিকতার বিরুদ্ধে লড়তে হবে। কোন প্রকার অন্যায় না করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.