নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বাংলাদেশ

ইন্নো_৭১

A clear and innocent conscience fears nothing. ...

ইন্নো_৭১ › বিস্তারিত পোস্টঃ

মানবাধিকার! মানবাধিকার! ছিঃ, ছিঃ, ছিঃ! !!!

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:৫১

আমি এক হারামী'র বাচ্চা হারামী'কে খুজতেছি। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কুলাঙ্গার, খাসী ইত্যাদি ইত্যাদি ... তোর মানবাধিকার কই? বহুত গলা ফাটাস, চিল্লাস, ন্যাকামি করিস। আর এখন তোর কি গলায় তাল গাছ ঢুঁকেছেরে? ৮০ জন মানুষ মারা গেল, সব কি জামাতের? পুলিশ বা অন্যরাও জামাতের? সত্য কথা বলা শিখ। অনেক সম্মান পাবি। অন্যের লেজ ধরে আর কয়দিন! নিজের বিবেককে একটু কাজে লাগা। অন্তত মানবাধিকার শব্দের মান-সম্মান রাখ। শুরুতে হারামী কইলাম, কারন যতদিন না পর্যন্ত অন্যায়ের প্রতিবাদ করা না শিখবি ঠিক ততদিন এটা তোর পদবি। — at নির্বাক নীড়, ধানমন্ডি, ঢাকা।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৩

শহুরে আগন্তুক বলেছেন: আসলেই তো!!!!!!! ঐ চশমুদ্দীন চুপ কেন???????

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮

ইন্নো_৭১ বলেছেন: জবান মনে হয় অফ হইয়া গেছে।

২| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫

এডওয়ার্ড মায়া বলেছেন: Click This Link

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:১৬

ইন্নো_৭১ বলেছেন: নিউজের রেফারেন্স এখন আজাইরা। একপেশিয়া সব।

৩| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:০৫

রানার ব্লগ বলেছেন: ৭০ জন জামাত, ৭ জন ণিরপরাধ বেক্তি জামাত শিবির দারা নিহত এবং ৩ জন পুলিশ জামাত শিবির দারা নিহত, জামাত শিবির মরছে ভাল হইছে, বাকি দের আত্মার শান্তি কামনা করসি আর আঃই সব হত্তার জন্য কুলান্নাগর জামাত শিবির এঁর বিচার চাচ্ছি।

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:১৩

ইন্নো_৭১ বলেছেন: কুটনৈতিক চিন্তার জন্য অনেক ধন্যবাদ।

৪| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:০৭

কালের শপথ বলেছেন: সত্য কথা বলা শিখ। অনেক সম্মান পাবি। অন্যের লেজ ধরে আর কয়দিন! নিজের বিবেককে একটু কাজে লাগা।

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:১০

ইন্নো_৭১ বলেছেন: ধন্যবাদ।

৫| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৩২

সুমনদেশ বলেছেন: মানবাধিকার কমিশনের কুলাঙ্গার চেয়ারম্যান একজন উচ্চ বেতনভোগী আওয়ামী দালাল ছাড়া আর কিছুই নয়। এই লোক বেশ ভালো অভিনয় জানে। কিছুটা সরকার বিরোধী ভাব দেখালেও সে পুরোপুরি আওয়ামী চাটা।

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৩৬

ইন্নো_৭১ বলেছেন: আমারও তাই মনে হচ্ছে এখন।

৬| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩

নায়করাজ বলেছেন: যাদের বিবেক জামাত শিবিরের কাছে বন্ধক দিয়া রাখছে তাদের কাছে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না।

এরা সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা করা শুরু করেছে। এটা কি মানবাধিকার ?

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮

ইন্নো_৭১ বলেছেন: আপনি কি আশা করেন? পাখির মত মানুষ মারতেছে, সেটা আপনার চোখে লাগে না, আর আজাইরা নিউজ নিয়া আইছেন মানবাধিকার এর কথা কইতে। লজ্জা থাকা দরকার।

৭| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯

মো আবির তালুকদার বলেছেন: হাঃ হাঃ হাঃ............................

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৪২

ইন্নো_৭১ বলেছেন: ধন্যবাদ। হাসির জন্য!

৮| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৪

shapneel বলেছেন: সুমনদেশ বলেছেন: মানবাধিকার কমিশনের কুলাঙ্গার চেয়ারম্যান একজন উচ্চ বেতনভোগী আওয়ামী দালাল ছাড়া আর কিছুই নয়। এই লোক বেশ ভালো অভিনয় জানে। কিছুটা সরকার বিরোধী ভাব দেখালেও সে পুরোপুরি আওয়ামী চাটা। I agree with u...

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫

ইন্নো_৭১ বলেছেন: সেই রকম আমারও মনে হইতাছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.