![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডাঃ ইমরান এইচ সরকার আমাদের অনেক নৈতিক শিক্ষা দিচ্ছেন! কিভাবে কূটনৈতিক ছাল দিতে হয় তাও শিখাচ্ছেন। বিএনপি'র হরতালে ওনার সমর্থন আছে, কিন্তু জামায়াতের হরতালে নেই।
তাই বলে উনি আগামীকাল হরতাল প্রতিরোধে সকাল ৯ টায় মিছিল বের করবেন। আমাদেরও সঙ্গে চান উনি। এখন কথা হচ্ছে, হরতাল তো একই দিনে পড়েছে। আমরা কি সময় নির্ধারন করে নিব যে, এই মিছিলটা জামায়াতের বিপক্ষে, আর এটা বিএনপি'র পক্ষে। পক্ষের কথা এই জন্য আসলো, ইমরান (রাষ্ট্রপতি!) বলেছেন, এটা গণতান্ত্রিক অধিকার এবং প্রতিবাদ জানানোর সবচেয়ে বড় হাতিয়ার। যদি আমাদের আক্ষরিক অর্থের রাষ্ট্রপতি আমাদের সময়টা নির্ধারন করে দিতেন তাহলে মিছিলের জনবল বাড়ত আর কি! দ্রুত সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৪
ইন্নো_৭১ বলেছেন: ভালো বলেছেন। আমিও সহমত পোষণ করছি। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:২৬
রঁমাকান্তকামারঁ বলেছেন: কাল ঐতিহাসিক ৭ই মার্চে ঐতিহাসিক ভাষণ দিবেন আমাদের বঙ্গবন্ধু-২ !!!!!! এই মহান নেতার ভাষণের দিনে বিম্পি হরতাল দেওয়ায় আমি এর তেব্র নেন্দা জানাই!!!!!!! জয় বাংলা, জয় বঙ্গবন্ধু-২ !!!!!!(C/P)