নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বাংলাদেশ

ইন্নো_৭১

A clear and innocent conscience fears nothing. ...

ইন্নো_৭১ › বিস্তারিত পোস্টঃ

ইতিহাস একমাত্র আমরাই রচনা করতে পারি! !!!

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫

অ তে =অজগর, (তুই রাজাকার, তুই রাজাকার!!!)। (বর্ণমালা শিক্ষা'র সুবাদে।)

আ তে =আওয়ামীলীগ, তুই রাজাকার, তুই রাজাকার।

র তে =রেহানা, তুই রাজাকার, তুই রাজাকার।

হ তে =হাসিনা, তুই রাজাকার, তুই রাজাকার।

ম তে =মখা আলমগীর, তুই রাজাকার, তুই রাজাকার।

ম তে =মোশাররফ, তুই রাজাকার, তুই রাজাকার।

ই তে =ইনু, তুই রাজাকার, তুই রাজাকার।

বিঃ দ্রঃ বিএনপি'র কল্যাণে এগুলো জানা।

---------------------------

(লম্বা ইতিহাস।)

---------------------------

জামায়াতের গূলো আর নাইবা বললাম। সবাই জানে।

---------------------------

শিরোনাম যা দিয়েছি এখন তার একটু ব্যাখ্যা দিচ্ছি। আমাদের প্রধানমন্ত্রী খুব ভালো ওজনদার লোক। ওজনদার বললাম এই জন্য, তার অনেক গুলো সার্টিফিকেট আছে। কিন্তু, উনি কথা বলে আমার ৩ বছরের ভাগিনা'র মত। একজন প্রধানমন্ত্রী যদি ওনার ওজন ধরে রাখতে না পারেন, তাহলে কেন এতগূলো ওজন ওনার ঘাড়ে চাপিয়ে দেয়া হল? আপনি কি পাশ করেছেন, বা ফেল করেছেন কোনটায় তাও উনি হলফ করে বলে দিতে পারবেন। আবার আপনার নামের যদি সংক্ষেপ ঠিক এভাবে লিখেন, এম আর এস। ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তার ব্যাখ্যা আপনাকে সুন্দর করে জানিয়ে দিবেন। তা আপনার সাথে সাংঘর্ষিক হলেও হতে পারে। ভাগ্যিস, কূটনৈতিক যারা আছেন তারা বাংলা জানেন না। এই যা। না হলে ওনারা লজ্জায় কেঁদে দিতেন! একজন প্রধানমন্ত্রী'র কথা এমন কেন হবে? সংসদে যা দেখি তাতে আমার চান্দি গরম হয়ে যায়। ভাগ্যিস আমি সংসদ সদস্য না! তাইলে নিশ্চিত মাইর দিতাম। ওজনদারের কথা খুব মনে পড়তেছে। আমরা চাই আমাদের প্রধানমন্ত্রী এমন কথা বলবেন না, যাতে ওনার ওজনের ঘাটতি পড়ে।

ইতিহাস কিভাবে রচনা করি আমরা?

বর্ণমালা'র কথা বললাম শুরুতে, এখন ভাগিনাকে পড়াতে গেলে ভাগিনা আর তার বইয়ের পড়া পড়ে না। পড়ে, ক তে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার। মহা বিপাকে পড়েছি। যা বলি, সবটাতে রাজাকার। জানি না, কোনদিন আমাকে রাজাকার বলে বসে! ভয়ে আছি। যা হোক, আমাদের নতুন ইতিহাস একমাত্র নতুন প্রজম্মের জন্য প্রযোজ্য। কেননা, আমরা তাদের জন্যই ২০১৩ সালে যুদ্ধ করতেছি। রাজাকার মুক্ত পরিবেশ উপহার দিতে যাচ্ছি। জয় আমাদের হবেই। জাতির উন্নতি হবেই। ইনশাল্লাহ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩২

বুড়ো বলেছেন: মখারটা না হয় বুঝলাম... কিন্তু রেহানা হাসিনা ? হিসাব মিলছে না।

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮

ইন্নো_৭১ বলেছেন: ভাই, আমি কিন্তু বলেছি, বিএনপি'র কল্যানে পাওয়া। ওরা শ্লোগান দিয়েছিল তাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.