![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব আরামে অফিস থেকে বাসায় যেতে পারছি। ৩০-৩৫ মিনিটের মধ্যে বাসা থেকে বের হয়ে অফিসে চলে আসতে পারি, আবার যেতেও পারি। আর ঘুরতে হয়না, আম্মার চিন্তাও আগের মত নেই যে -কখন বের হবে, কখন আসবে। মোটামুটি ভালোয় লাগে। এখন আর আগের মত হৈ-হুল্লোড়ও শুনি না, ধর্মের মত সংবেদনশীল অনুভুতিতে কেউ আর কথাও বলে না তেমন। কেমন যেন সব কিছুতে হঠাৎ পরিবর্তনের হাওয়া বইছে। এগুলো আমাকে চরম শান্তি দিচ্ছে এখন।
এতদিন সবাই শ্লোগান এ মুখর ছিল, আর এখন সবাই ব্যস্ত। নিজ নিজ কাজে হোক আর চাপে (শিক্ষকের বা বাবা-মা'র) পড়ে হোক -সবাই ব্যস্ত। অবশ্য উদ্যমে টান পড়েছে বলে মনে হয়। এই উদ্যমে কিছু দিন আগেই কেউ একজন উল্কি'র মত চরিয়েছে, এখন আর উদ্যমের শক্তি নেই। টান বা চেতনা সবারই আছে, তা এখন যেরকম সবাই মিইয়ে আছে এবং এর মধ্য থেকেই জানান দেই অন্যকে। মিথ্যা'র বেশাতি দিয়ে যেমন তা টিকিয়ে রাখা যায় না বা গেলেও তা ক্ষণস্থায়ী হয় তার প্রমান এখন ভুরে ভুরে। কোথায় নেই এই চেতনা?
আমার চেতনা'র জায়গা থেকে আমি সরব থাকব, তাতে কেউ চাইলেই ঠেলা বা টান দিয়ে ত্বরান্বিত বা রোধ করতে পারবে না। মিথ্যার বেশাতি তে গা ভাসিয়ে দেয়া জনগনের সাথে আমি নেই। এটা ধর্মান্ধ অথবা ধর্মহীনদের কর্মকান্ড যার হোক না কেন। এক্ষেত্রে আমাকে কেউ অন্য কিছু বলে আখ্যা দিলেও কিছু করার নেই! !!!
সবকিছু এখন অনেক স্বাভাবিক, আমজনতা'র মত আমিও শান্তিতে আছি। তাই ক্যামনে যে ধন্যবাদ দি শাহবাগবাসী ও অন্যান্যদের --- বুঝতেছি না! !!!>
উল্লেখ্যঃ চেতনা বলতে শুধু মুক্তিযুদ্ধের চেতনাকে বুঝানো হয়নি। সবার চৈতন্যবোধ বলে কিছু তো আছে! এটা শুধু আমার বা শুধু আপনার এমন মনে করবেন না।
১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৫
ইন্নো_৭১ বলেছেন: টেস্ট করতে হবে না। পুরোই। সত্য বলার মানে যদি ছাগু হয়, আপত্তি নেই।
২| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৬
সালটু বলেছেন: Certified বাই হাম্বা ডাক্তার ............
১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৭
ইন্নো_৭১ বলেছেন: গরু আর ছাগলের মধ্যকার তফাৎ চিনলে না। দুঃখ, জাতির চরম বিপর্যয় আসন্ন।
৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৬
আশিকুর রহমান ১ বলেছেন: উপরে একটা হাম্বা অলরেডী ল্যাদাইয়া দিয়া গেছে!
১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৭
ইন্নো_৭১ বলেছেন: তাই বুঝি!
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৯
পিচ্চি পোলা বলেছেন: ছাগু টেস্ট পজিটিভ +
