![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহামান্য রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান ইন্তেকাল করেছেন, পুরো জাতি আজ শোকাহত। দেশ এবং দেশের বাইরের সবাই কূটনৈতিক, আমলা, সাধারণ জনগণ - কে নেই ওখানে? সবাই যার যার অবস্থান থেকে রাষ্ট্রপতিকে শেষ বিদায় জানিয়ে এসেছে। মিডিয়ার বদৌলতে সবার চেহারা মোবারক অন্তত দেখেছি।
শুধু দেখা যায়নি, আমাদের তথাকথিত দেশপ্রেমিক (!!!) ভাইদের। দেখা না যাক, অন্তত একটা শোকবার্তা তো দিতে পারতেন। দেশপ্রেম উতলিয়ে পড়ছে তাদের। অথচ রাষ্ট্রপতি'র শেষ বিদায়ে যে একটা শোকবার্তা দিতে হয় বা দেয়া কর্তব্যের মধ্যে পড়ে তা নেহায়েত ভুলে গেছেন। শুধু মাঠে নেমে, অন্যের বিষোদ্গার করলেই দেশপ্রেমের পরিচয় দেয়া হয়, তা অসম্ভব বালখিল্যতা ছাড়া আর কিছু না। আজ উনাদের মহাসমাবেশ আছে, এটার জন্য অপেক্ষা করেছিলেন নাকি? যাই হোক, নিজেদের অবস্থান পরিষ্কার করুন আপনারা। সাচ্ছা দেশপ্রেমিক নাকি এরকম খোলস ধরা দেশপ্রেমিক। ...
২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩২
ইন্নো_৭১ বলেছেন: ভাই, তাই বলে এইটুক জ্ঞানের অধিকারীও হইল না! এ কেমন কথা। এটা তো যোক্তিক ছিল, অন্য গুলো তো ফাও মেরেছিল। এটার জন্য বেলতলায় যাওয়ায় যায়।
২| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৬
মুহাম্মদ ফয়সল বলেছেন: হ্যা তানারা একটা শোকবার্তা দেক, সাথে সাথে আপনারা ছাগুগণ লাফাইয়া উঠেন, এই আশায়ই তো বইসা আছেন তাই না?
২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৮
ইন্নো_৭১ বলেছেন: আপনার চিন্তা ভাবনা'র উত্তরোত্তর উন্নতি ঘটুক। এই আশা রাখি। চরম হাসি পাইলো। একটু অপেক্ষা, হেঁসে নি। হা হা হা . . . . . . . . .
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৬
জীবনকেসি বলেছেন: ভাড়াটিয়ার কোন নিজস্ব পছন্দ থাকতে পারে না। বাচ্চার মুতে আছাড় খাইয়া আমাগো চরম শিক্ষা হইছে। আর যামুনা বেলতলায়।