নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বাংলাদেশ

ইন্নো_৭১

A clear and innocent conscience fears nothing. ...

ইন্নো_৭১ › বিস্তারিত পোস্টঃ

"আমি দেশপ্রেমিক" বনাম "আমি রাজাকার" --->

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

ফেসবুকে নিজের প্রোফাইল এর ছবি টা পরিবর্তন করলাম। টিভিতে রবি'র বিজ্ঞাপন দেখে উজ্জীবিত হলাম। তাই তাদের শ্লোগানটা নিজের করে নিলাম এবং তা নিজের প্রোফাইলে যুক্ত করলাম।

"আমি দেশপ্রেমিক!"

কাহিনী হচ্ছে, লাইক পেলাম মাত্র ১২-১৪ টা। মন্তব্য তার দ্বিগুণ বা তারও বেশি।

মন্তব্যের শুরুটা এমন, "তুমি কত টাকা মেরেছ এবং কয়টা খুন করেছ?"

জিগাইলাম, "দেশপ্রেমের সাথে খুনের বা টাকা মারার সম্পর্ক কি?"

উত্তর আসলো, "যদি খুন অথবা টাকা না মারো তো তুমি কিসের দেশপ্রেমিক?"

আবার শুধাইলাম, "এখনো কিছুই করিনি, আর আমি তা করতে যাব কেন? আমি তো সাচ্ছা হতে চাচ্ছি মানে সাচ্ছা দেশপ্রেমিক।"

উত্তর, "না মানতে পারছি না! এখনো হওনি যেহেতু তাই তোমাকে মানতে পারছি না।"

সঙ্গে সুরঞ্জিত বাবু'র কথা এসে পড়ল। "দেশপ্রেমে ঠাসা লোক! তুমি তাকে দেখনি?"

অবশ্য একজন তো আমার দেশপ্রেমের ভিডিও ফুটেজ দেখতে চাইল। কি আর করার দেশপ্রেমের শিক্ষা হয়ে গেছে মানে কেউ আর এখন সাচ্ছা লোক খুঁজে না। খুঁজে না তার অর্থ এই নয় যে, সাচ্ছা লোক নেই। তবুও দেশপ্রেম এখন অইসব চোর-খুনিদের দখলে। তাই হয়ত এমন মন্তব্য পেয়েছি। দেখি, এবার রাজাকার এর পালা -"আমি রাজাকার"! !!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.