নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বাংলাদেশ

ইন্নো_৭১

A clear and innocent conscience fears nothing. ...

ইন্নো_৭১ › বিস্তারিত পোস্টঃ

সময় এখন গন্তব্য নির্ণয়ের! !!!

০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪২

জাতি আজ ঐকমত্য হল। কারণটা বেশ স্পষ্ট। তা হল -

জামায়াতে ইসলামী এবং তার ছাত্র সংগঠন ছাত্রশিবির নিষিদ্ধকরণের ব্যাপারে।



যারা চেতনায় (মুক্তিযুদ্ধের) বিশ্বাসী, সবাই এর পক্ষে অবস্থান নিয়েছেন।

ভালো কথা, জাতীয় ইস্যুতে ঐকমত্য হওয়া জরুরি।



বাংলাদেশে মোট ভোটার আছে প্রায় ৯ কোটি। ৫০% আওয়ামী লীগ, ৪৫% বিএনপি ধরলে বাকিটা অন্যান্য দলের। তবে, আওয়ামীলীগের হিসেবে ৯০% তাদের দখলে! আর জাতীয় ইস্যুতে আওয়ামী-বিএনপি ব্যাপার না। সবাই এক (আক্ষরিক অর্থে)!



উল্লেখ্য, গতকাল গনজাগরনমঞ্চের স্বাক্ষরিত স্মারকলিপি জাতীয় সংসদের স্পীকারের কাছে জমা দেয়া হল। গণস্বাক্ষর করেছেন ১ কোটি ৭ লাখ চেতনাধারী! !!! ৯ কোটি ভোটারের মধ্যে সংখ্যাটা কেমন যেন মৃতপ্রায়।



বিএনপি বাদ দিলাম, আওয়ামী যারা আছে তারাও কি ৫ কোটি হতে পারলো না? জেলা পর্যায়ে পর্যন্ত এর ক্যাম্পেইন হল। তাহলে কি আওয়ামীলীগ বা চেতনাধারীরা পরাস্ত হতে যাচ্ছে!



তাদের শিক্ষা নিতে হবে এখান থেকে। বেশির ভাগ মানুষ এখন আস্থা হারিয়ে বসে আছে। এটাও একটা নিদর্শন, আবার আইনজীবী সমিতির নির্বাচনটাও তাদের আমলে নিতে হবে। আমার কাছে মনে হচ্ছে, তাদের সত্যি তলা হারিয়ে গেছে যা চলছে সব চাপা’র জোর। চাপা তো আর বেশিদিন চলে না। ধরা আসন্ন। ...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫১

তিক্তভাষী বলেছেন: আপনি বলছেন, "তাহলে কি আওয়ামীলীগ বা চেতনাধারীরা পরাস্ত হতে যাচ্ছে!"

শাহবাগ প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, 'ইমোশন দিয়ে আন্দোলন ও রাজনীতি হয় না। এর জন্য বাস্তবতা অনুসরণ করতে হয়।' কালের কন্ঠ দেখুন।

০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৮

ইন্নো_৭১ বলেছেন: শাহবাগ তাহলে ইমোশনের ব্যাপার! জানতাম না। যাদের কথায় পতাকা ঊড়ে আর জনগণ রাস্তায় নামে তাদের এই ব্যাপারটাকে ইমোশন বলে তো তাদের পরিহাস করতেছেন। একটু ভেবে দেখবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.