নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বাংলাদেশ

ইন্নো_৭১

A clear and innocent conscience fears nothing. ...

ইন্নো_৭১ › বিস্তারিত পোস্টঃ

একেই বলে বাক স্বাধীনতা! !!!

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪

“ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চাই।

ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে-পায়ে

ওরা কথায় কথায়

ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে-পায়ে

ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়।“



আব্দুল লতিফের গানটা আজ খুব মনে পড়তেছে। আগে ছিলাম পরাধীন, আর এখন স্বাধীন দেশের নাগরিক হয়ে সেই স্বাধীনচেতা কথা বলতেই পারি না। কথায় কথায় শিকল পরিয়ে দিচ্ছে ওরা! ওরা কারা? ... ... ...



আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেফতারের প্রতিবাদে তীব্র নিন্দা জানাচ্ছি। — at @ নির্বাক নীড়, ধানমন্ডি, ঢাকা।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়
ওরা কথায় কথায় শিকল পরায়
আমার হাতে-পায়ে
ওরা কথায় কথায় শিকল পরায়
প্রিন্ট ব্লগ মিডিয়ায় (সংযোজিত )

১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০২

ইন্নো_৭১ বলেছেন: ধন্যবাদ।

২| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

সাউন্ডবক্স বলেছেন: Sohomot

১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২১

ইন্নো_৭১ বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

ম্যাংগো পিপল বলেছেন: জয় বাবা বাকশাল

১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২২

ইন্নো_৭১ বলেছেন: জয় বাংলা'র পরিবর্তে খুব শীঘ্রই এসে যেতে পারে আপনার "জয় বাবা বাকশাল" কথাটা।

৪| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

নীল_সুপ্ত বলেছেন: জয় বাংলা ! জয় বাংলার গণতন্ত্র !

১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

ইন্নো_৭১ বলেছেন: এমন বাংলার গনতন্ত্র তো আশা করিনি। তবুও আশায় বুক বেঁধে আছি।

৫| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫

হাসানুর বলেছেন: ধরুন কেউ আমাদের নবীজির নাম দিয়ে একটি বিকৃত ছবি আঁকল । তখন যদি কোন পত্রিকা ঐ লোকের নাম দিয়ে ছবিটি প্রকাশ করে তাহলে বিষয়টি কি ঠিক হবে? তাহলে ঐ পত্রিকা ও সমান ভাবে অপরাধি হবে কারন বিষয়টিকে অন্য ভাবেও প্রকাশ করা যেত । মাহমুদুর রহমানও তেমনি ভাবে অপরাধি । এক্ষেত্রে তার বিচার হওয়া উচিত । তাছাড়া অন্যান্য ক্ষেত্রে তার গ্রহন যোগ্যতাকে অস্বিকার করা যাবেনা ।

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৬

ইন্নো_৭১ বলেছেন: নবী (সঃ) এর ব্যাপারে কথা নাই বললাম।

আমরা ছোট একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে পারি।
আপনি একটা খুন করলেন, খুন করে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। এখন কি আপনার এই খুনের বিষয়টা পত্রিকায় আসা বা কোন চ্যানেলে রিপোর্ট করা খারাপ হবে?
বা সেক্ষেত্রে আপনার অনুমতি নেবে?

ছবি প্রকাশ করার বিষয় বাদ দেন। ওইটার কোন কিছুই হয়নি।
প্রথম আলো এই হীন কাজটি করেছে, তাদের ব্যাপারে আপনাদের ভাষ্য কি ছিল?
প্রথম আলো'র সম্পাদক গ্রেফতার হয়েছিলেন?

৬| ২২ শে মে, ২০১৩ রাত ১:১১

মাহমুদুর রাহমান বলেছেন: ম্যাংগো পিপল বলেছেন: জয় বাবা বাকশাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.