![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অ্যালেক্স আলীম-এর ছড়া
হাসনাত আবদুল হাই
তুমি ছিলে আকাশ সমান
হঠাৎ কেন পতন?
প্রথম আলোর গল্প লেখায়
বিকৃত সব কথন।
কেমন তোমার ধান্দা হলো
কত টাকা রুজি?
তোমার এখন বন্ধু হলো
হেফাজত আর হুজি!
ইতিহাসের আস্তাকুঁড়ে
এবার তোমার ঠাঁই
হেফাজতের পক্ষ নেয়া
হাসনাত আবদুল হাই!
খুব মজা পাইলাম তাই এখানে দিলাম। উনি (হাসনাত আবদুল হাই) লিখেছেন আর তা প্রথম আলোয় ছাপিয়েছে, কিন্তু পুরো দোষ হাসনাত আবদুল হাই এর। উনি নাকি টাকার ধান্ধা করেছিলেন। মানলাম। আর তা ছাপানো'র জন্য প্রথম আলো কত খেয়েছে? জানতে চেয়েছেন?
[স্পষ্টতঃ প্রথম আলো দেখে-শুনেই এই লেখাটি ছাপিয়েছে]
শিরোনাম যেমনটি ছিল, হাসনাত আবদুল হাই কে নিয়ে উপরের ছড়াটুকুর বিন্যাস ঘটিয়েছেন। কাহিনী কেমন যেন চোর চোর টাইপের। ঐ বেটা লিখেই ধরা খেল, আর প্রথম আলো ছাপিয়ে নায়কের ভুমিকায় অবতীর্ন হল। যা দোষ এখন ঐ বেটার।
সেক্ষেত্রে, আমার দেশ পত্রিকার ব্যাপারে আমার কথা আছে। তারাও তো একই কাজ করেছে, তাতে তো ওই অঘটন ঘটন পটিয়শীকে গ্রেফতার বা শাস্তির আওতায় আনা যেত। হল না কেন? আর সেক্ষেত্রে এই বাংলানিউজ২৪.কম তো বাহবা দিয়েছিল। তবে এটা সময়ের ব্যাপার মাত্র। কয়েক দিন পরেই বলবে, নে বাবা এবার চ্যালাটা ঢুকিয়ে দে। বহুদিন গদাম খাই না। সেই যে খেয়েছিলাম শাহবাগ থেকে আর অনেক দিন পাচ্ছি না। তবে তাদের টায় মজা পেয়েছিলাম, তোদের টায় একটু জ্বালা।
©somewhere in net ltd.