নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বাংলাদেশ

ইন্নো_৭১

A clear and innocent conscience fears nothing. ...

ইন্নো_৭১ › বিস্তারিত পোস্টঃ

আমার ষোলকলা পূর্ণ চাই। কিন্তু একটা কলা বাকি! !!!

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৯

অনেক সাদাসিধে টাইপের মানুষ হিসেবে চলছি, এবং চলব।

চলার মত কথা বলা বা লেখার ধরনও একই। অনেক সাদাসিধে।



কিন্তু ট্যাগ মারাটা ইদানীং গা-সওয়া হয়ে গেছে।



হুট করে ট্যাগের কথা বা কেনই বললাম!



আমার বন্ধুবর আমায় বলে, আমি জামায়াত করি, বিএনপি তো আমার রক্তে মিশে গেছে, নতুন করে পুরাদমে হেফাজত বানিয়ে রাস্তায় ছেড়ে দিল। সব গুলায় মানলাম।



কিন্তু আক্ষেপ এক জায়গায়। কাউকে বলতেও পারছি না। বললে আবার কোন দেশে পাঠাই দিতে চাই তা আল্লাহই ভালো জানেন।



তবুও কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো, কোথায় পাঠাই বা চলে যেতে বলে তাদেরকে? তবে ভাই, আমি কিন্তু বাঙ্গালী এবং খাঁটি বাংলাদেশী। পরের প্রজন্মকেও খাঁটি বাঙ্গালী হিসেবে গড়ে তোলার জন্য একজন খাঁটি বাঙ্গালী মেয়েকে বিয়ে করার মনোবাসনা লালন করছি।



সুতরাং এত কিছুর দিকে যখন আমি অগ্রসরমান তখন শুধুমাত্র একটা ট্যাগ বাকি থাকবে কেন? তাই আমাকে কেউ নতুন করে আওয়ামীলীগার বলে ট্যাগিং করুক। খুশি হব। ষোলকলা পূর্ণ হবে। তখনি জোর গলায় বলতে পারবো, আমি বাঙ্গালী এবং বাংলাদেশী। কারন আমার মধ্যে সব আছে। @ নির্বাক নীড়, ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.