নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বাংলাদেশ

ইন্নো_৭১

A clear and innocent conscience fears nothing. ...

ইন্নো_৭১ › বিস্তারিত পোস্টঃ

নাতি'র কান্ড কারখানা দেখুন একবার। কত্ত বড় সাহস লইয়া ঘুরে জাতির নাতি! আহারে! .।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩

আমাদের একখান জাতির নাতি আছে- খুবই শিক্ষিত, মার্জিত, সুদর্শন, পরিবর্তনের ভবিষ্যৎ কান্ডারী, ভবিষ্যৎ নেতা।

জাতির নানা আপনি না কিন্তু। ভুল ভাইবেন না।



উনি আমাদের সবার নাতি (পাইকারি নাতি) মিঃ সজীব ওয়াজেদ জয়।



লন্ডনে মিঃ ইনুর উপর হামলাকে (পচা ডিম নিক্ষেপ, কিল ঘুষি ফ্রি ছিল) বিএনপি-জামাতের কাজ এবং পুরোদমে তাদের সংশ্লিষ্টতা নিয়ে উনার ফেসবুক পেজে একখান পোস্ট মেরেছেন। ভালো কথা। মাইনা লইলাম- মাগার ফেসবুক অথো...রিটি কেন যে ওখানে মন্তব্য লিখার সুযোগ রাখলো বুঝলাম না। ভাইরে সুযোগ পাইয়া দিলাম একখান মন্তব্য। কিছুক্ষন পর দেখালাম- আমার মন্তব্যে লাইক ও পরেছে ২-৪ খানা।



ওমা! একি কান্ড!!!

আমার মন্তব্য উধাও।

কি হইল? কি হইল?

আবিষ্কার করিলাম- উনাকে ডিলেট মারা হয়েছে।



পাইকারি নাতির সাহস দেইখা আমার চান্দি তো খারাপ হইয়া গেল। এই পোলা বাংলাদেশে রাজনীতি করবে? হইবো না, নাতি হইবো না। তোমার বহুত সাহসের দরকার আছে। Super Power Energy Drink খাও, শক্তি ও সাহস বাড়াও। তারপর না হয় আসো। আর ছোট-খাট মন্তব্যে ধৈর্য্য ধারন করতে হয়। বুঝলে নাতি মিঃ সজীব ওয়াজেদ জয়।



বিঃ দ্রঃ অনেকদিন সামুতে কিছু লিখি নাই। তাই ভাবলাম ফেবু থেকে অন্তত এই স্ট্যাটাসটা সামুতে দেয়া যেতে পারে। ওর অভুক্ত থাকাটা ভালো লাগছিল না আর।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: মায়ই ধরে না ধৈর্য্য!!! আবার পুলায় ;).....


কথা জব্বর কইছেন...
হইবো না, নাতি হইবো না। তোমার বহুত সাহসের দরকার আছে। Super Power Energy Drink খাও, শক্তি ও সাহস বাড়াও। তারপর না হয় আসো। আর ছোট-খাট মন্তব্যে ধৈর্য্য ধারন করতে হয়। বুঝলে নাতি ...... B-)

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬

ইন্নো_৭১ বলেছেন: তার আসলে বিয়ে করার মুরোদটাই ভালো আছে।
আর জেনেটিক ব্যাপার তো, সম্ভবত সময় লাগবে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১

সাদেক বলেছেন: সাধারন মন্তব্য সহ্য করতে না পারলে দল চালাবে কিভাবে ?

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮

ইন্নো_৭১ বলেছেন: আমেরিকা থেকে ফোনে। এখানে আসলে আবার পচা ডিম খেতে হবে।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১

সাদেক বলেছেন: সাধারন মন্তব্য সহ্য করতে না পারলে দল চালাবে কিভাবে ?

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

মদন বলেছেন: মরহুম সাদেক বলেছেন: সাধারন মন্তব্য সহ্য করতে না পারলে দল চালাবে কিভাবে ?

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯

সাদেক বলেছেন: দল চালাতে হলে মাঝে মধ্যে আন্ডা থেরাপিও খেতে হয়

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

ইন্নো_৭১ বলেছেন: তাই বলে এভাবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.