নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বাংলাদেশ

ইন্নো_৭১

A clear and innocent conscience fears nothing. ...

ইন্নো_৭১ › বিস্তারিত পোস্টঃ

আমি কার? কে তাহার? টল্টুবাজি উইথ সোহরাব কাকু >>>

১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৪

অদ্য "প্রথম আলো" শ্রদ্ধেয় সোহরাব_ হাসান এর বিখ্যাত সেই কালের_ পুরান ছাপিয়েছে।



পড়িলাম লেখাটা। তবে একটু সমালোচনা করার খায়েশ জেগেছে। ভাই, রাগ কইরেন না আবার সাইডেও ফেলে দিয়েন না। ...>



শিরোনাম : দ্বিখণ্ডিত শাহবাগ, দ্বিখণ্ডিত বাংলাদেশ!



১. এটা হইলো আওয়ামীলীগকে দোষারোপ করা।

"""গত বছরের ৬ ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চ গড়ে ওঠার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, তিনি সংসদে থাকলেও তাঁর মন ছুটে যেতে চায় শাহবাগে। আজ প্রধানমন্ত্রীর কাছে আমাদের জিজ্ঞাসা—এখন কি তাঁর মন শাহবাগে ছুটে যেতে চায় না? আওয়ামী লীগের মন্ত্রী ও নেতাদের কাছেও প্রশ্ন রাখতে চাই—যে উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে গণজাগরণ মঞ্চ গঠিত হয়েছিল, তার সবটাই কি পূরণ হয়েছে?

যদি না হয়ে থাকে, তাহলে কেন এক পক্ষ গণজাগরণ মঞ্চের যবনিকা টানতে চাইছেন?"""



২. এটা কামাল পাশা'র বিরুদ্ধে উত্থাপিতঃ

নবজাগরণ মঞ্চের অন্যতম উদ্যোক্তা কামাল পাশা চৌধুরী দাবি করেছেন, গণজাগরণ মঞ্চের বিভক্তির মূল কারণ আদর্শিক। আরও বলেছেন, যেদিন জাতীয় সংসদে আপিলের সমান সুযোগ পেল, ট্রাইব্যুনালের আইন সংশোধন করা হলো, সেদিনই উচিত ছিল সমাবেশটা ধীরে ধীরে গুটিয়ে ফেলা। সেদিন তাঁরা কেন সিদ্ধান্ত নিলেন না? তিনি এও বলেছিলেন যে তাঁদের সন্দেহ ইমরান এইচ সরকার আদর্শ থেকে সরে গিয়ে ওটাকে সরকারবিরোধী আন্দোলনে নিয়ে যাওয়ার জন্য একটা মহল চেষ্টা করছে। একদিকে কামাল পাশা বলছেন, সংসদে আইন পাসের পরই আন্দোলন গুটিয়ে ফেলা উচিত ছিল, আরেক দিকে বলছেন, আন্দোলনটাকে এগিয়ে নিতে নেতৃত্বের পরিবর্তন প্রয়োজন। জনগণ কোনটি বিশ্বাস করবে?



৩. এটা ইমরান গং কে নিয়েঃ

রাজনৈতিক দলগুলোর পরামর্শ বা কৌশলের সঙ্গে সাধারণ মানুষ বা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর পার্থক্য তৈরি হয়। যেকোনো সংগঠনে মতভেদ থাকবে। নেতৃত্বের দায়িত্ব হলো, সেসব আমলে নিয়ে সবার কাছে গ্রহণযোগ্য একটি সিদ্ধান্ত নেওয়া। কিন্তু সেই সিদ্ধান্ত নিয়ে মারামারি, লাঠালাঠি হবে কেন? কেন এক পক্ষ অরেক পক্ষের ওপর চড়াও হবে? এটি তো কোনো আদর্শিক সংগঠনের কাজ হতে পারে না।



৩ টা পয়েন্ট তিন দিকের ইজ্ঞিত দিচ্ছে। কোন মিল খুজে পেলাম না। উনি কাকে দোষারোপ করলেন? এক দিকে আওয়ামীলীগ, অন্যদিকে কামাল পাশা, আবার ইমরান (তবে হালকা টান আছে)! উনি আসলে কি বলতে চেয়েছেন?



আওয়ামীলীগ চাইতেই পারে সুযোগ কাজে লাগানোর জন্য। দোষারোপ মানা যায়।

কামাল পাশা কেন চাইবে?

ইমরান ও কেন চাইবে?



এত্ত মিল তাগো'র মধ্যে। মারামারি কেন করবে?



সবচেয়ে আজিব ব্যাপার্ঃ তাগো'র নাকি বিশাল সাহস!!! হাঃ হাঃ হাঃ হাঃ। পুলিশি প্রোটেকশন লইয়্যা বহুত গলাবাজি করা যায়, সেটাই হল। এখন তো দেখছি। কত্ত সাহস!



সামারিঃ উনার লেখার মধ্যে আল্টিমেটলি কোন(গনজাগরনের চেতনা) সামঞ্জস্য খুজে পাইনা। যারা নিজেরাই ঠিক নাই তাগো আবার একতাবদ্ধ। আমগো ফাউল টাকা খোর এবং এদের মদদ দাতাদের প্রয়োজন নাই। মাফ চাই। সাইডে যাইয়্যা মর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.