নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বাংলাদেশ

ইন্নো_৭১

A clear and innocent conscience fears nothing. ...

ইন্নো_৭১ › বিস্তারিত পোস্টঃ

দুই দিকে দুই পাগল। মাঝখানে আমরা বাঙ্গাল।

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৬

বিএনপি আসলেই হুদাই। কামের না।

আজ তাগো ইসরাইলের নৃশংসতার বিপক্ষে কালো পতাকা'র মিছিল ছিল।

স্বচক্ষে যাহা দেখিলাম তাহাতে মন ভরিয়া গিয়েছিল। যাক বহুকাল পরে মাঠ কাপাইয়্যা তুলবার পারছে।



ওমা, একি! চিল্লানি সব তারেক জিয়া, খালেদা জিয়া, শহীদ জিয়া কে লইয়্যা।

ওমা! থামাতে না কইয়্যা কয় কি সব জালাইয়্যা দিতে! হুইন্যা তো চান্দি বেরসিক হইয়্যা গেল।



এরা তো ভুইল্যা গেছে সব। মাঠে নামছে কি নিয়া আর কয় কি "গদি" দিয়া দিতে! উনি পাগল হইছে আপ্নেগোরে এত্ত সহজে দিতে? সব গেছে! !!!



আর ভাইয়্যেরা সব, আমগো অতি মাননীয় মন্ত্রী, পাতি-ছাতি আওয়ামী তেনারা জোর গলা ফাটাইয়্যা শেখ মুজিবের সোনা-র বাংলা'র বাস্তবায়ন চাইতাছে, আদর্শের বাস্তবায়ন চাইতাছে। কিন্তু তেনারা তো আর জানেন না যে, উনার আদর্শ কি? আপনারাও না। আমিও না। তাই যাহারা ফাটাফাটি'র মধ্যে আছেন তাগোরে কই- আমগোরে জানান, হতে চাই শেখ মুজিব, হতে চাই হ্যাতেন বঙ্গবন্ধু। না হইলে তো আর উনা'র মত করে ভাবতে পারমু না। কল্পনার জন্য রসদ লাগে। রসদের যোগান দেন না। দেখেন, ক্যাম্নে শেখ মুজিব দিয়া দেশ ভরাইয়্যা ফালায়!

*** আসলে আমি ২ দিন ধরে খুব চাচ্ছি, উনার আদর্শ সম্পর্কে জানতে। কিন্তু সবাই শুধু ঐ শব্দটাই বলে বাকি কিছু আর বলতে পারে না। এটা সব চ্যানেল এর বরাত দিয়েই বলছি।

*** জাতির নাতি জয় ভাই, নানা সম্পর্কে তথ্য দিন প্লিজ। প্লিজ। প্লিজ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

++++

২| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:৫০

প্রবাসী ভাবুক বলেছেন: সাম্প্রতিককালের মুজিব সেনারা জানে শুধু মুজিবের আদর্শ বাস্তবায়নের শ্লোগান। কিন্তু মুজিবের আদর্শটা আসলে কি এটাই জানে না। এরা শুধু জয় বাংলা বলে লুটেপুটে খাওয়ার ধান্ধা জানে।

৩| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:৫২

জন কার্টার বলেছেন: :-& :-& :-&

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.