![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল অনলাইন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া গুলো খুব জোর গলায় বিএনপি'র ভাঙন নিয়ে প্রতিবেদন করেছে। এবং রাজনীতি'র নয়া মেরুকরণ ও করে ফেলেছেন।
তো ঐ নাম সর্বস্ব দলের দু'এক জন মুখপাত্রের সাক্ষাৎ ও নেয়া হয়েছে। তাতে তাদের প্রাপ্যতার ঘাটতি'র কথা উল্লেখ করে ভালো বলেছেন।
অন্যদিকে বিএনপি'র কয়েকজন নেতা এইদিক সেইদিক কিছু বক্তব্যও দিয়েছেন।
আমার ব্যক্তিগত মত, বাপু ছেড়ে দে। ওয়ানম্যান পার্টি তো তোদের দরকার নেই। তোদের যা আছে কম ও বা কিসে?
শুনতেই কেমন খারাপ লাগে, ২০ দলীয় জোট। কি আছে এতে? নেই মাঠ কাপানো'র ক্ষমতা, কথা বলার জোর, জন পরিচিতি। কি আছে তাদের?
তো তাদের রেখেই বা কি হবে। শুধু নাম ভাঙ্গানো।
বিএনপি'র জোট ৫ এর মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। কি সব নীলু, ফীলু বাদ সব। যা তোরা। কয়জন চিনে ওদের কে?
আর এসব গেলে তো দলে প্রভাব পড়বে না। কারণ অরা আছেই তো একজন একজন করে। .।
সো প্লিজ লিভ দিস অ্যাসাপ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
ইন্নো_৭১ বলেছেন: এটা বরাবরই বিএনপি'র ব্যর্থতা। কেন যে তারা এখনো মাথাচাড়া দিয়ে উঠছে না। আল্লাহ্ মালুম।
সরকার তাদের অস্তিত্তের জন্য সব কিছুই করবে তাই বলে বিএনপি'র এই সব খোঁড়া দল্গুলো'র চলে যাওয়াতে বিচলিত না হয়ে ঘুরে দাঁড়ানো উচিত।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১০
নীল আকাশ ২০১৪ বলেছেন: বিএনপি হচ্ছে পরিষ্কার বাংলা ভাষায় এক পাল ছাগলের একটা দল, যার নেতৃত্বে আছে একটা ভেড়া। ছাগলের পাল আকৃতিতে যতই বড় হোক, তাতে বাঘের শিকারে কোন অসুবিধা হয়না।
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
ইন্নো_৭১ বলেছেন: খুব একটা খারাপ বলেন নি। তয় কোনভাবেই তারা সরকারের কুটচাল ধরতে পারছে না।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪
খাটাস বলেছেন: সরাকারি দলের বিপরীতে সব সময় সরকার কে নিয়ন্ত্রণের জন্য শক্তিশালী বিরোধী দল থাকা আবশ্যক। পালিত বিরোধী দল সৃষ্টি সরকারি দলের কূটনৈতিক দক্ষতার সফলতার প্রমাণ হলে ও দেশের জন্য বৃহৎ স্বার্থে মঙ্গলজনক নয়। কিন্তু তুলনার প্রেক্ষিতে বি এন পি বরাবরই নিজেদের অদক্ষতার প্রমাণ দিয়ে যাচ্ছে।
জহরলাল নেহেরু ক্ষমতায় বসেই জয় প্রকাশ নারায়ণ রে বলেছিলেন তোমরা অপজিসন পার্টি গড়ে তোল।