![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাইয়্যুরা,
হ্যাঁ আপনারা। সো কলড চেতনাধারীরা! --< আপনাদের বলছি।
নিজেদের স্বকীয়তা তো ৯৯% বিকিয়েই দিয়েছেন। বাকি ১% তো নিজেদের কব্জায় রাখতে পারেন। যেটার কল্যাণে মাঝে মাঝে নিজেদের অস্তিত্বের জানান দিতে পারবেন।
অবশ্য অস্তিত্বের বারোটা তো বাজিয়ে রেখেছেন, শব নিয়ে মাঝে মাঝে জানাজা পড়ানোর ইমাম/লোক খুঁজছেন। আর ঐ ১% এর মধ্যে বাকি আছে শুধুমাত্র শব দাফন করা।
যাই হোক, চেতনা পুনরুদ্ধার এর জন্য বহুত ক্যাচাল করেছেন। জাতির অবস্থান আপনাদের চেতনা নামক গ্যাসে আজ আকাশে-বাতাসে উড়ে বেড়াচ্ছে। সে হিসেবে মালালা থুইয়্যা আপনাদের "নোবেল" দেয়ার দরকার ছিল। কারন, যে কেউ চেতনা নামক গ্যাস বাহির করতে পারে না। ভাইয়্যুরা, আপনারা পেরেছেন। হ্যাঁ, কিঞ্চিৎ ভুল হয়েছে বোধহয়।
জাতিকে দেয়ার পর নিজের ভান্ডার খালি রাখলে চলবে? চলবে না। কি করছেন বা করবেন? ভাবছেন কিছু?
হ্যাঁ, করতেছেন। লাত্থি মাইরা ঘর থেকে বের করে দেয়ার পরওঁ ঐ চেতনা আপনাদের যাচ্ছে না, ১% হোক! ব্যাপার না! শক্তিশালী। বুঝেন তো, একটা হলেই হয়ে যায়। হাজার হাজার বা কোটি কোটি লাগে না। আপনারা বুঝদার চেতনাওয়ালা। বুঝবেন।
যাদের জন্য করছেন, তারা তো আপনাদের না পারছে জারজ বলে আখ্যা দিতে না পারছে নিজের পোলা বলে মেনে নিতে।
পরছে ওরা গ্যাড়াকলে। আর আপনারা পরছেন ---< পিতৃত্বের দাবি নিয়ে। ডিএনএ হিসেবে রাখছেন --< চেতনা নামক গ্যাস নিয়ে।
ভাইরে, গ্যাস তো গ্যাসই। ছাইড়া দিলে যাইবো গা। তখন?
ভালো হয়ে যা না। কি পাবি? ঘোড়ার ডিম! !!!
লাথি- উষ্ঠা ফ্রি হয়ে যাবে।
হয় ভেল্কিভাজি রাইখা আওয়ামীলীগ হয়ে যা, নয় বিএনপি।
জানি, সেকেন্ড অপশন নিবি না। ভালো, তয় মাঝখানে থাকিস না।
আর আমার অবস্থান আগা-গোড়া তোগো চেতনা গ্যাস এর বিপক্ষে। ভেল্কিভাজি চয়েস না। যেকোন কিছুই ভাবতে পারিস। মাইন্ড খামু না।
তয়, চ্যালেঞ্জঃ ------<
যে ১% এর কথা কইলাম, বা তোগো আছে, সেটা যদি ২% এ উন্নতি করতে পারিস - তো আমি আইসা তোগো চেতনায় শামিল হমু। কথা দিলাম।
কিন্তু পারবি না! !!! আরো বেশি ফ্রাকশন হবে। চ্যালেঞ্জ। ...
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৭
ইন্নো_৭১ বলেছেন: দেখুন, আপনাদের মত গোঁড়া টাইপ্স আমি নই। আপনাদের মত যাকে তাকে নিজের বাপ বলে জাহির করার পাবলিক ও আমি নই। আপনি কি বুঝে পক্ষপাতিত্ব করার চেষ্টা করছেন। আমি কোথাও কাউকে আমার সাপোর্টিভ বলিনি। গণজাগরণ মঞ্চ আগা গোঁড়াই ফাউল তাই বলার চেষ্টা করেছি মাত্র।
মাথায় চিন্তা গুলোকে সহজ ভাবে লালন করুন।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
আজিজুল হাকিম শাওন বলেছেন: পিতৃ শোকে পাগল হয়ে গেলেন? ভাগ্যিস আপনার লেখা পড়ে বুঝার মত চেতনা আমার নাই।