![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
.... .... .... একাত্তর সাল যে একখান গিট্টু দিয়া রাখছে তাতে করে যতই "ফিল্টার" আর "কিন্তু" তত্ত্বই আসুক না কেন বাঙালী আর বাংলাদেশীদের নিস্তার নাই। মাগার বাহির হইবার পারবা না।
... ... ... বুঝি না, একাত্তর কে পুঁজি করে আওয়ামীলীগ ক্যামতে "২০৪১" সাল খুঁজতে বাইর হয়! হ্যাজাক বাতির আলোতে কেবা করে "২০৪১" সাল পথ খুজে পাবে?
মজার ব্যাপার দেখুন @@@@
"২০১৪" তেও "১৯৭১"! যদি "২০৪১" সালেও "১৯৭১" থাকে তো সাল গনণা'র মনে হয় দরকার নাই। শুধু বছর বছর ১৯৭১ _ ভার্সন মুসলিম লীগ তথা শে.মু., ১৯৭১_ভার্সন জিয়া দল, ১৯৭১_ভার্সন এরশাদ পার্টি, ১৯৭১_ভার্সন খালেদা দল, ১৯৭১_ভার্সন কে.টে. সরকার, ১৯৭১_ভার্সন হাসিনা লীগ, ১৯৭১_ভার্সন উদ্দিন সরকার, ১৯৭১_ভার্সন হাসিনা লীগ, ১৯৭১-ভার্সন হাসিনা লীগ ডাবল।
______ আন্ডা-বাচ্চা সহ "আফটার ৭১" জেনারেশন কে বলি, ভাই ইতিহাস খাইয়্যা ফেলছে সব শকুনে। আমরা ইতিহাস না খুঁজে সত্যিকার অর্থেই এগিয়ে যাওয়ার চেষ্টা করি। শুধু পেছনেই টানছে। আর কত! !!!
১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪১
ইন্নো_৭১ বলেছেন: এক পাক্ষিক হয়ে গেল না? বা সমালোচনার মধ্যে ফেলে দিলেন না। থাকুক ওদের সম্পদ নিয়ে। তাই বলে আমরা কেন লেজ ধরে ওদের পিছে পিছে যাব।
তবে যাই বলি না কেন, এসব ফালতু আলোচনা বাদ দিতে না পারছি আমরা, না পারছে আমাদের হেডেড পাবলিকরা।
২| ১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৯
আমি আবুলের বাপ বলেছেন: একাত্তর দিয়া ঘুষকে বৈধ এবং জাতীয়করন করা যায়।
Click This Link
১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪১
ইন্নো_৭১ বলেছেন: কিচ্ছু বলার নাই। শুধু দেখে যাচ্ছি।
৩| ১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৫
খাটাস বলেছেন: লীগের গর্বের ঝোলায় ৭১ সামনে রাখা হয় বৈকি। তাদের প্রতি প্রেম মুলক মনোভাব থাকার আমি অন্তত কারন খুঁজে পাই নি।
কিন্তু লীগ বিরোধীদের সমালোচনা দেখলেই বোঝা যায়, তারা কত টা নেতিবাচক। লীগ ও একই ভাষা অবশ্য ব্যবহার করে। যারা ইতিবাচক আর নেতিবাচকতার সমন্নয় করতে পারে না, তারা আর যাই হোক মানুষের উন্নয়নে কত খানি ভূমিকা রাখতে পারে- সন্দেহ হয়।
আপনার আশে পাশে আপনার সমর্থনে যারা ঘুরেছ, রাগ করে মাঝে মাঝে বাজে ভাষা ব্যবহার করতে পারে, সেটা মানুষ হিসেবে মেনে নেয়া যায়। কিন্তু তারা সব কিছুইতেই দুর্গন্ধ খোঁজে। এমন মানুষের মূল্যায়নে ব্যক্তি হিসেবে নিজে কে মানসিক ভাবে খতিগ্রস্থ করার সম্ভাবনা বেশি। আপনি হচ্ছেন ও সম্ভবত। সুশীল হতে হবে না, অন্তত গঠন মুলক হউয়া উচিত। গালির সাথে হলে ও স্পষ্ট যুক্তি থাকলে ভাষা অগ্রহণ যোগ্য হলে তাও কিছু একটা গ্রহন যোগ্য থাকে।
যাই হোক, অফ লাইনে আমার সাংঘাতিক রকমের চুদির ভাই দের সাথে এক আধটু জানা শোনা আছে। এটা জানান উদ্দেশ্য নয়।
গালি ব্যবহার করিয়া প্রমান করিয়া গেলাম, আমি সুশীল না।
কিছু না পাইলে এই ট্যাগ বেশি ঘাড়ে জোটে।
কোন ভাই চাইলে আরো কিছু গালি শুনিয়ে দিতে পারি।
মাঝে মাঝে পাবলিক ডিমান্ড কে সম্মান দেখান উচিত।
ভাল থাকুন। সুস্থ হোন।
১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩
ইন্নো_৭১ বলেছেন: আপনার পয়েন্ট অব ভিউ ঠিক কোথায় বুঝলাম না!
সুশীল না আপনি তা বুঝলাম, কিন্তু কোন আঙ্গিকে আপনি অন্যকে গালি দিয়ে যাবেন তা তো স্পষ্ট না। একটু পরিষ্কার করে যাবেন।
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৩
নীল আকাশ ২০১৪ বলেছেন: আওয়ামী লীগের সম্পদ বলতে আছেই ঐ এক একাত্তর। খাইতে গেলে একাত্তর, হাগতে গেলেও তাই একাত্তর। এই একাত্তর দিয়া একদিকে যেমন মানুষেরে আবেগে কান্দানো যায়, একই অস্ত্র দিয়া রাজনৈতিক প্রতিপক্ষকে দমায়া রাখা যায়। তাই একাত্তরকে আর কোনমতেই ছাড়া যায়না।