![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগার বন্ধুরা,
একটা ইন্টারনেট কানেকশন নিতে চাই। বর্তমানে কিউবি আছে। কিন্তু কানেকশনে খুব সমস্যা হচ্ছে। তাই পরিবর্তন খুব জরুরী হয়ে পড়েছে। বাঙলালায়ন নিতে চেয়েছিলাম। কিন্তু আমাকে মাঝে মাঝে ঢাকার বাইরে যেতে হয় যেখানে বাংলালায়নের নেটওয়ার্ক নেই। যারা টেলিটকের মডেম ব্যবহার করছেন তারা কি দয়া করে কোন পরামর্শ দিতে পারবেন?
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৮
ঈশ্বরী পাটনী বলেছেন: ঢাকা, চট্টগ্রামের বাইরে ২ জি হলেও কিছু তো পাওয়া যাবে। ওয়াইম্যাক্সে তো কিছুই পাওয়া যায় না।
আপনি নিজে টেলিটক ব্যবহার করে দেখেছেন? ঢাকা শহরের সব জায়গাতেই নেট পাওয়া যায়? আমি কিন্তু মহাখালী ডিওএইচএসে কিউবির নেট পাই। কিন্তু এক রুম থেকে অন্য রুমে গেলে আর পাই না। টেলিটকে কি এই সমস্যা হবে?
২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৬
আমি ব্লগার হইছি! বলেছেন: টেলিটকের স্পীড নাকি ভালো শুনেছি। কিন্তু ঢাকার বাইরে আপনি যেখানে যান ঐখানে ৩জি না থাকলে তো সমস্যায় পড়বেন। আমি ঢাকায় বাংলালায়ন চালাই ১ এম বি পি এস এর , আর ঢাকার বাইরে গেলে সিটিসেল জুম আলট্রা।
১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৪
ঈশ্বরী পাটনী বলেছেন: ঢাকা শহরের মধ্যেই তো কোন কোন জায়গায় কিউবি জিরো হয়ে যায়!
সুতরাং, ঢাকার বাইরে ২জি পেলেও কোন সমস্যা নাই। কিন্তু টেলিটক নিয়ে ঢাকা শহরের কোন বদ্ধ রুমে (বিশেষ করে কোন অফিসে) গেলে নেট পাওয়া যাবে তো?
৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৮
নীলতিমি বলেছেন: ডাউলোড জোশ । তবে ওয়াইম্যাক্সে গুলোর মতোই আপলোড স্পিড ভালো না !
১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৫
ঈশ্বরী পাটনী বলেছেন: ডাউনলোড স্পিড কেমন?
কোন প্যাকেজ নেয়া ভালো হবে ২৫২কেবি নাকি ৫১২?
৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৯
স্পেলবাইন্ডার বলেছেন: ভাল
৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৮
কামরুল ইসলাম রুবেল বলেছেন: ঢাকার বাইরে গেলে কি অবস্থা হবে তা জানতে চাই। ঢাকার বাইরে থেকে মফস্বলে থ্রিজি ব্যবহার করছেন এমন কেউ জানান যে, কি অবস্থা।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৩
একাকী বালক বলেছেন: থ্রি-জি ইন্টারনেট স্পিড ভাল। ঢাকা, চিটাগাংয়ের বাইরে ২ জি।