নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Iqbal

ইকবাল১৫০২

আমি আমার ও চারপাশের দেখা ও শোনা কথাগুলো অন্যদের উদ্দেশ্যে তুলে ধরছি। আশা করছি আমি ও আমাদের একটি গ্রুপ গড়ে উঠবে যারা স্বপ্নের বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখবে। নিশ্চয় গঠনমূলক মতামত দিয়ে সাহায্য করবেন।

ইকবাল১৫০২ › বিস্তারিত পোস্টঃ

ম্যাডাম অংকের ক্লাশে অংকেই হয়:D:D:D

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

প্রধান বিরোধী দল সতর্ক সাধুবাদ ব্যক্ত করেছেন প্রজন্ম চত্তরের তরুণদের প্রতি। সাথে আরেকটা লিস্ট দিয়েছেন যেগুলোও তরুণদের দাবী লিস্টে যোগ করা দরকার। জয় বাংলা মানে আমরা আধুনিক বাংলাদেশ চাই। যে বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে পারবে। প্রধান বিরোধী দল এবং তাদের নেতারাও তাই চা্য়। কিন্তু বাস্তবতা কি তায়? কেউ কেউ বলে থাকেন তারা জামাতীদের আশ্বস্থ করেছেন কোনমতে ফাসি ঠেকান আমরা ক্ষমতায় গেলে তাদের স্বসন্মানে বের করে আনবো।

এ ধরণের রাজনিতিবিদরা সবসময় জনগণকে একটা ধাধার মধ্যে ফেলে দেয়। একইভাবে প্রজন্ম চত্তরের তরুণদেরকে তারা নানান ধরণের বিষয় ঢুকিয়ে দিয়ে মূল জায়গা থেকে সরে আনার চেষ্টা করছে। কিন্তু ম্যাডাম অংকের ক্লাশে অংকেই হয়।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

ফাহীম দেওয়ান বলেছেন: অংক ম্যাডামের কাছে কঠিন লাগে, তাই অঙ্কের ক্লাসেই ভুগোল পড়াইতে হইবেক। :D :D :D

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

আখিলিস বলেছেন: Medamer abdarer sesh nai :)

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

ইকবাল১৫০২ বলেছেন: ভাই যা বলছেন। ম্যাডাম অংক নিয়ে খুব বিপদে আছেন।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

অয়োময় বলেছেন: ম্যাডা ম কলার সাথে দুধ রুটিও চায়।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

ইকবাল১৫০২ বলেছেন: ঠিক বলেছেন, তাহলে উনার হিসেবে পুষ্টি ভাল হয়।

৬| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০০

মোঃ রাব্বী সাইদ শিকদার বলেছেন: ম্যাডামের উপর আর আস্থা পাচ্ছি না।

৭| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৭

ইকবাল১৫০২ বলেছেন: দলীয় নেতৃবৃন্দর উচিত বিষয়গুলোকে চ্যালেঞ্জ করা। যা দল ও গণতন্ত্রের জন্য সহাযক হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.