| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইকবাল১৫০২
আমি আমার ও চারপাশের দেখা ও শোনা কথাগুলো অন্যদের উদ্দেশ্যে তুলে ধরছি। আশা করছি আমি ও আমাদের একটি গ্রুপ গড়ে উঠবে যারা স্বপ্নের বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখবে। নিশ্চয় গঠনমূলক মতামত দিয়ে সাহায্য করবেন।
বেশ কয়েকজন ব্লগারের লেখা পড়লাম যেখানে লেখা হয়েছে- আজকে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে শত শত শিশু অসুস্থ্য। সরকারকে অবশ্যই মানসম্পন্ন ঔষধ খাওয়াতে হবে এবং তার জন্য আমাদের সকলের সোচ্চার হওয়া দরকার সে ব্যাপারে কোন সন্দেহ নাই। তবে এব্যাপারে আমাদের তথ্য প্রমাণ দেখে করা উচিত।
আমার সন্তান এবং কলিগদের যাদের ঐ বয়সের শিশু আছে তাদের কারও কাছ থেকেই কোন খারাপ সংবাদ শুনি নাই যে ভিটামিন খাবার পর সে অসুস্থ্য হয়েছে।
অযথা আতঙ্ক না ছড়িয়ে সত্যটা তুলে ধরুন। ব্লগিং-এ স্বাধিনতা আছে বলেই তা প্রশ্ন বিদ্ধ করবেন না।
২|
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: শুভকামনা
৩|
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৪
আহসান২০২০ বলেছেন: মিথ্যা প্রোপাগান্ডা ছড়াবেন না। এমনিতেই এদেশের স্বাস্থ্য ব্যবস্থা নাজুক। খারাপ খবর গনমাধ্যমে গনহারে প্রকাশ করবেন না।
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩
ইকবাল১৫০২ বলেছেন: আপনার উদ্দেশ্য নিশ্চয় সৎ।
৪|
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৫
আমার মন বলেছেন: আমিও তো শুনি নাই। অনেক সেচ্ছাসেবক এর কাছে জানতে চেয়েছি। সবাই বলেছে, কোন সমস্যা নেই। তবে এমন সেনসেটিভ বিষয় নিয়ে সরকারের আরও সচেতন হ্ওয়া উচিত।
৫|
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬
নীলতিমি বলেছেন: ক্ষতি না হোক, উপকার টা কী হবে সেটাই আসল বিষয়
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৪
ইকবাল১৫০২ বলেছেন: ভিটামিন এ খেয়ে শিশুদের যা হয় তাই হবে।
৬|
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮
সুনীল রায় বলেছেন: আসল ঘটনা হচ্ছে পাকি জঙ্গিরা তাদের দেশে ভিটামিন এ, পোলিও টিকা ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করেছে। এদেশের কিছু মুখোশধারী জঙ্গি গুজব ছড়িয়ে একই কাজ করার চেষ্টা করছে। দেশ স্বাস্থ্য, শিক্ষায় এগিয়ে গেলে জঙ্গিদের মুশকিল হতে পারে।
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪
ইকবাল১৫০২ বলেছেন: খুবই দুভাগ্যজনক। বিষয়টি যখন খুবই সংবেদনশীল এবং অনেক পরিবারের সাথে জড়িত তাই ব্লগারদের দায়িত্বশীল হওয়া দরকার।
৭|
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯
সাদা রং- বলেছেন: আমার পিচ্চিও ভিটামিন এ খেয়েছে এবং সুস্থ্য আছে।
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৫
ইকবাল১৫০২ বলেছেন: আপনি নিশ্চয় সত্যিটি প্রকাশ করছেন। আপনাকে অভিবাদন।
৮|
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮
জানা বলেছেন:
আলহামদুলিল্লাহ।
স্বস্তিকর এই পোস্টটি আশা করি মানুষের ভীতি দূর করতে সাহায্য করবে। শিশুদের জন্য ভালবাসা।
৯|
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬
সরোজ রিক্ত বলেছেন:
১০|
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৮
ইলুসন বলেছেন: আপনাকে ধন্যবাদ এই পোষ্টের জন্য। যে সব ছাগলের বাচ্চা এটা নিয়ে অপপ্রচার করছিল তাদের ব্লগ থেকে বের করে দেয়া উচিত। ব্লগ একটা বিরাট প্লাটফর্ম, কেউ এটাকে ব্যাবহার করে দেশে গুজব ছড়াতে চাইলে তার শাস্তি হওয়া উচিত।
১১|
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২২
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
১২|
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২২
সুমন জেবা বলেছেন: বিষয়টা খুবই গুরুত্বপূ্র্ন অযথা আতঙ্ক না ছড়িয়ে যারা জানেন সত্যটা তুলে ধরুন।
আমার ছেলেকেও আজ ভিটামিন এ খাইয়েছি আল্লার রহমতে এখনও সুস্থ্য আছে..
"সকল শিশু সুস্থ থাকুক এই কামনায়"
১৩|
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬
বুনোগান বলেছেন: ভিটামিন এ তো আর নতুন খাওয়া হচ্ছে না; বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের শিশুদের 'এ' খাওয়ানো হচ্ছে। কখনো তো এমন শুনিনি। দেশকে ক্ষতিগ্রস্থ করতে না জেনে গুজব ছড়াবেন না। হায়, এদেশে ভুতের আছর হয়েছে!
১৪|
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৯
নাজমুল1 বলেছেন: aro kisu din wait koren...virus er effect sorate somoy lagbe....
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬
ইকবাল১৫০২ বলেছেন: কিন্তু কেউ কেই লিখছে ইতোমধ্যে অনেক শিশুকে হাসপাতালে যেতে হচ্ছে। বিষটির ভাবনার কোনটি সত্য আর কোনটি গুজব। আল্লাহ যেন আমাদের শিশুদের ভাল রাখেন।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬
টোকাই সিকদার বলেছেন: