নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Iqbal

ইকবাল১৫০২

আমি আমার ও চারপাশের দেখা ও শোনা কথাগুলো অন্যদের উদ্দেশ্যে তুলে ধরছি। আশা করছি আমি ও আমাদের একটি গ্রুপ গড়ে উঠবে যারা স্বপ্নের বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখবে। নিশ্চয় গঠনমূলক মতামত দিয়ে সাহায্য করবেন।

ইকবাল১৫০২ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশকে আফগান বানানোর প্রক্রিয়া..,..,

০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৩

হেফাজতে ইসলামের সাম্প্রতিক কার্যক্রমকে তালিবানী কার্য্যক্রমের সাথে তুলনা করছেন অনেকেই। কেউ আবার অভিমান করে লেখালেখি/ব্লগিং বন্ধ করেছেন। আমার গান শেখা ছেলেকে বলছিলাম- বাবা গান বাদ দিয়ে বরং গান ফাইট শেখ। ভবিষ্যতে বেশি কাজে লাগবে।

আমি বলবো হতাস না হয়ে নিজ নিজ অবস্থান থেকেই কাজ করুন। সব সময় কাজ করতে হবে যদি আফগান বানানোর প্রক্রিয়া বন্ধ করতে চান। তালেবানরা কিন্তু আফগানস্তানে সফল হয়নি। নিশ্চয় আল্লাহ ন্যায়ের পক্ষে থাকবেন।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৪

লিঙ্কনহুসাইন বলেছেন: আমেরিকায়' ইসলাম ধর্ম এবং মহানবী (সঃ)কে কটাক্ষ করে চলচ্চিত্র নির্মানের প্রতিবাদে আমরা আমাদের নিজের দেশে হরতাল দেই গাড়ি পুরাই ভাঙচুর করি , আমরা সেই দেশের মুসলমান । আর আমাদের দেশে কি করে কিলাঙ্গা ব্লগারা ইরলাম ধর্ম এবং মহানবী (সঃ)কে কটাক্ষ করে রক্ষা পাবে ? দরকার হলে দেশে আগুন না যুদ্ধ ঘোষণা করা হবে ।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৬

নন্দনপুরী বলেছেন: হে আল্লাহ..........ধর্ম ব্যাবসায়ী ও নাস্তিক ব্লাগারদের হাত থেকে তুমি দেশ ও ইসলামকে রক্ষা কর।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৫

পথ-হারা এক পথিক বলেছেন: লিঙ্কনহুসাইন বলেছেন: আমেরিকায়' ইসলাম ধর্ম এবং মহানবী (সঃ)কে কটাক্ষ করে চলচ্চিত্র নির্মানের প্রতিবাদে আমরা আমাদের নিজের দেশে হরতাল দেই গাড়ি পুরাই ভাঙচুর করি , আমরা সেই দেশের মুসলমান । আর আমাদের দেশে কি করে কিলাঙ্গা ব্লগারা ইরলাম ধর্ম এবং মহানবী (সঃ)কে কটাক্ষ করে রক্ষা পাবে ? দরকার হলে দেশে আগুন না যুদ্ধ ঘোষণা করা হবে ।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩

সত্য কথা বলি বলেছেন: সন্ত্রাসী মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে মানুষ হত্যা না করলে আফগানিস্তানে শান্তিই বিরাজমান ছিল। ধর্ম নিরপেক্ষতার নামে বাংলাদেশে যেভাবে দিনদুপুরে ক্যামেরার সামনে বিশ্বজিৎকে হত্যা করা হলো সেখানে তালেবানরা কোনো নিরীহ মানুষকে এমন বর্বরভাবে হত্যা করেনি। আল্লাহ ইসলামের পক্ষে আছেন বলেই যুক্তরাষ্ট্র পালানোর পথ খুজে পাচ্ছেনা....এই দেখেন না কারজাই কি বলে...মোল্লা ওমর চাইলে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে পারবেন(প্র্রথম আলো)

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৮

ইকবাল১৫০২ বলেছেন: আমি সেকথাটায় বলছি। আমরা তালেবান হওয়ার কিছু প্রি রিহারসেল করতে পারি। রাজনৈতিক যুদ্ধে কখনো তালেবান জিতবে কখনো তালেবান বিরোধিরা জিতবে। হয়ত দুটেই ভাল?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.