| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইকবাল১৫০২
আমি আমার ও চারপাশের দেখা ও শোনা কথাগুলো অন্যদের উদ্দেশ্যে তুলে ধরছি। আশা করছি আমি ও আমাদের একটি গ্রুপ গড়ে উঠবে যারা স্বপ্নের বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখবে। নিশ্চয় গঠনমূলক মতামত দিয়ে সাহায্য করবেন।
গাজিপুর সিটি কর্পরেশন নির্বাচন আজ। নগরবাসি তাদের প্রথম নগর পিতা নির্বাচন করতে যাচ্ছে। ফলাফলত বিরোধীদল দিয়েই রাখছে। আসুন তা দেখা যাক।
* মান্নানের আছে জনগণ
* আওয়ামী লিগ ভোট ডাকাতি করতে যাচ্ছে
* নির্বাচন কমিশনকে চালাচ্ছে সরকার
* নির্বাচনে কারচুপি না হলে আজমতের জামানত বাজায়াপ্ত হবে
রাজনিতিতে মিথ্যার যে বহ্নউতসব তা কিসের ইঙ্গিত দিচ্ছে?
রাজনিতি কি আদতেই মিথ্যার খেলা?
কখনও ধর্মর নামে কখনো গণতন্ত্রের নামে মিথ্যা চলে এখানে?
প্রিয় পাঠক আপনারা নিশ্চয় অনেক ভাল বোঝেন।
২|
০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: রাজনীতি মিথ্যার বেসাতি।
৩|
০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১২
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
মান্নানের আছে জনগণ -?
হাজিদের হজের টাকা মেরে বর্খাস্ত হওয়া এই মান্নানের সাথে আছে কোন জনগন?
৪|
০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২৬
লিঙ্কনহুসাইন বলেছেন: চার সিটি মেয়র নির্বাচনের চাইতে কি গাজীপুর মেয়র নির্বাচন গুরুত্বপূর্ণ বেশি ? সবাই গাজীপুর নিয়া এতো চিন্তিত ক্যা ।
এতো চিল্লাচাল্লি ক্যা , আর যেই অবস্থা দেখতাছি তাতে তো মনে হয় ১৮ দলীয় সমর্থিত প্রার্থীর নির্বাচিত না হলে নির্বাচন নিরপক্ষ এবং সুষ্ট নির্বাচন হবেনা
০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৯
ইকবাল১৫০২ বলেছেন: সহমত।
৫|
০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪
হাসানুর বলেছেন: লিঙ্কনহুসাইন বলেছেন:মনে হয় ১৮ দলীয় সমর্থিত প্রার্থীর নির্বাচিত না হলে নির্বাচন নিরপক্ষ এবং সুষ্ট নির্বাচন হবেনা
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: রাজনীতিকদের কথাকে আমি কখনো গোনায় ধরি না।