| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইকবাল১৫০২
আমি আমার ও চারপাশের দেখা ও শোনা কথাগুলো অন্যদের উদ্দেশ্যে তুলে ধরছি। আশা করছি আমি ও আমাদের একটি গ্রুপ গড়ে উঠবে যারা স্বপ্নের বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখবে। নিশ্চয় গঠনমূলক মতামত দিয়ে সাহায্য করবেন।
সিটি কলেজের সামনে থেকে অটোতে উঠেছিল। একটু পরেই পরীক্ষা তাই স্যারের দেয়া স্লাইডগুলোর উপর চোখ বুলাছিল্লাম। হঠাৎ করেই দৃষ্টি চলে গেল। সাধারণ গোলাপি রংয়ের পোশাক তাতে হালকা কালোর কাজ। সেই সাথে মানান সই হালকা সাজে। কিছুক্ষণের জন্য পরীক্ষার পড়া বাদ দিয়ে সেই মেয়েটির মুখের দিকে চোখ চলে গেল। জাস্ট চোখ ফেরাতে পারছিলাম না। মাঝে মাঝে পাশে বসা বান্ধবির সাথে কথা বলছিল। অসাধারণ সুন্দর লাগছিল সবকিছু মিলে।
তখনো ঝির ঝির করে বৃষ্টি হচ্ছিল। বাইরের প্রকৃতি আর ভিতরের সৌন্দর্য্য একটা দারুন মিক্স তৈরি করছিল। মনে হচ্ছিল অনেকদিন পর একজন সুন্দর মেয়ের সামনে বসে আছি। এভাবে সময় কেটে গেল। বিশ্ববিদ্যালয়ের গেটে এসে নেমে গেল। আমার গন্তব্য বিনোদপুর। আর বর্তমান পরিস্থিতি কোনটিই তার সাথে কথা বলা সাপোর্ট করে না। তাই মনে মনে বললাম কিছু বলার মতো সময় নাই। যদি আবার দেখা হয় তবে শেয়ার করা যাবে। হয়ত হবে বা হবে না। কিন্তু সৃতি অনেকদিন থাকবে। পাঠক কি বলবেন?
২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১৫
ইকবাল১৫০২ বলেছেন: অসংখ্য ধন্যবাদ! শুধু বয়সটা্ই দেখলেন?
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৬ রাত ১:৫৭
এ কে এম রেজাউল করিম বলেছেন:
এ সমস্ত বয়সের দোস।