নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজনীতি বিশ্লেষণ

আমি কার পক্ষে নই, আমি সেই পক্ষে, যে পক্ষে ঘুমিয়ে আছে ৩০ লক্ষ শহীদ

রাজনীতি বিশ্লেষণ

এই সমাজ পচা গলা এই সমাজ ভাঙতে হবে। ভাঙতে গেলে লড়াই হবে। সেই লড়াই এ জিততে হবে।সমাজের প্রত্যেকটি অপ্রত্যাশিত ঘটনার জন্য আমার উপর ও সে দায় পরে।

রাজনীতি বিশ্লেষণ › বিস্তারিত পোস্টঃ

ছিটমহল বাসীদের কথা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০০

ছিটমহল কি? ছিটমহল আমাদের দেশের ভৌগলিক সীমানা থেকে বিচ্ছিন্ন কিছু ভুখন্ড। বাংলাদেশের ভিতরে ভারতের, ভারতের ভিতরে বাংলাদেশের যে ভুখন্ড রয়েছে সে গুলু ছিটমহল নামে পরিচিত ।



১. ১৯৪৭ সালে রেদক্লিপের মানচিত্রে ভিবাজন থেকেই উদ্ভব ছিটমহলের। এক দেশের ভূখণ্ড থেকে যায় অন্য দেশে শুরু হয় এই মানবিক সমস্যার।

২.১৬২ টি ছিটমহল আছে দুই প্রতিবেশি দেশে, এর মধ্যে ভারতের বাংলাদেশে ১১১ টি বাংলাদেশে ভারতের ৫১ টি।

৩. ভারতের লোকসংখ্যা ৩৭০০০ বাংলাদেশের ১৪০০০।



কি কি ? সমস্যা হয় ছিটমহল বাসীদের



ছিটমহল বাসীদের কথাঃ ১. আমরা ছিটের মানুষেরা নানা রকম সমস্যায় ভুগি। একটি দেশের মধ্যে থেকও আমরা পরাধিন।



২. আমাদের জমি দখল করে নিয়ে যায়। মামলা করতে গেলে আমাদের মামলা নেয় না।



৩. শিক্ষা , চিকিৎসার অভাব বছর জুড়ে থাকে উতপ্ত সীমান্ত এলাকা, আতঙ্ক নিয়ে দিন কাটায় ছিটমহল বাসীরা।





আমরা এই মানবিক সমস্যার সমাদান চাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.