![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই সমাজ পচা গলা এই সমাজ ভাঙতে হবে। ভাঙতে গেলে লড়াই হবে। সেই লড়াই এ জিততে হবে।সমাজের প্রত্যেকটি অপ্রত্যাশিত ঘটনার জন্য আমার উপর ও সে দায় পরে।
মতিঝিলের শাপলা চত্বর থেকে সোমবার ভোররাতে হেফাজতে ইসলামের কর্মীদের হটিয়ে ঐ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার প্রথম প্রহরে হেফাজতের কর্মীদের সরিয়ে দিতে অভিযান শুরু করে র্যাব, পুলিশ ও বিজিবি’র যৌথ বাহিনী।এই তিন বাহিনীর হাজার হাজার সদস্য মিলে শাপলা চত্বরের দিকে এগোতে শুরু করেন ভোররাত একটার দিকে। আমি নিজে সেখানে পৌঁছাই রাত সোয়া একটায়।দেখলাম, প্রথমে পুরো শাপলা চত্বরটি ঘিরে ফেলা হলো। তার পর সেখানে জড়ো হওয়া হাজার হাজার লোককে সরে যেতে বলা হয়।
কিন্তু প্রথমেই কেউ সরে যায়নি। পুলিশ এর পর শত শত রাউন্ড ফাঁকা গুলি এবং টিয়ার গ্যাস শেল ছুঁড়তে শুরু করে। সাউন্ড গ্রেনেডও ব্যবহার করা হয়।
এর পরই ছত্রভঙ্গ হয়ে পালাতে শুরু করেন হেফাজতে ইসলামের কর্মীসমর্থকরা।তাদের অনেকেই মতিঝিল এলাকার বিভিন্ন ভবনে আশ্রয় নেন। ভোর বেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা সেই শত শত হেফাজত কর্মীকে ওই সব ভবন থেকে নামিয়ে আনেন, এবং মতিঝিল এলাকা ছেড়ে চলে যেতে সহায়তা করেন।
ভোরবেলা অনেক হেফাজত-কর্মীকেই আমি মাথার উপর দু-হাত তুলে লাইন ধরে পুলিশের কর্ডনের মধ্যে দিয়ে ওই এলাকা ছেড়ে যেতে দেখেছি। এদের মধ্যে কিছু ছিলেন আহত, এবং তারা অন্যের সাহায্য নিয়ে বেরিয়ে যাচ্ছেন, এমনটাও দেখতে পেলাম।
শাপলা চত্বরের ভ্রাম্যমাণ মঞ্চটি তখন পুলিশের দখলে। হেফাজতে ইসলামের কর্মীদের হটিয়ে দেবার পর এই মঞ্চের কাছেই একটি ভ্যানের ওপর কাফনের কাপড় এবং পলিথিন দিয়ে মোড়ানো চারটি মৃতদেহ পাওয়া যায়। আমরা কয়েকজন সাংবাদিকও মৃতদেহগুলো দেখেছি।কিন্তু তাদের পরিচয় এবং কিভাবে তাদের মৃত্যু হয়েছে সেসম্পর্কে পুলিশ বা চলে যেতে থাকা হেফাজতের কর্মীরাও কিছু বলতে পারে নি।
ভোর পর্যন্তও শাপলা চত্বরে কয়েক হাজার পুলিশ র্যাব ও বিজিবি সদস্য অবস্থান করছিলেন এবং তারা মাঝে মাঝে ফাঁকা গুলি করছিলেন।
পুরো মতিঝিল এলাকার পরিবেশটা একটা যুদ্ধবিধ্বস্ত এলাকার মতোই লাগছিল, গতকাল সারাদিনের সহিংস বিক্ষোভের অনেক চিহ্ন আশপাশে ছড়িয়ে ছিল।
পুলিশ ও সাংবাদিকের গাড়ি ছাড়া আর কোন যান বা লোকজনের চলাচল ছিল না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শাপলা চত্বর খালি করার সময় কাউকে গ্রেপ্তার করেনি।
কেন, তা ব্যাখ্যা করে এ অভিযানে অংশগ্রহণকারী র্যাব কর্মকর্তা লে: কর্নেল জিয়াউল আহসান পরে বিবিসিকে বলেন, তাদেরকে গ্রেফতার করা যেতো, কিন্তু আমরা চেয়েছিলাম যে যার বাড়ি চলে যাক। সে কারণেই আমরা শক্ত অবস্থান নেই নি
Click This Link
২| ০৬ ই মে, ২০১৩ রাত ১১:২৭
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: সামু পাগল হয়ে গেছে , ক্লিক করি কই, আর আমারে নিয়া যায় কৈ
৩| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৫:২৪
আমি তুমি আমরা বলেছেন: হুমম
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৩ রাত ১১:২৫
কর্ণেল সামুরাই বলেছেন: কাহিনী কি? একজনের পোষ্টে ক্লিক করলে অন্যজনের পোষ্টে আসতেছে কেন? এটা কি কোন বাগ?