নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কবিতা

ইকবাল মাহমুদ

নিজের সম্পর্কে নিজের আসলে তেমন একটা কিছু বলার থাকেনা, সহজ সরল অনেক, মানুষ কে বিশ্বাস করতে ভালো লাগে। ল' পরতেসি, গীটার আর গান খুব ভালবাসি, কবিতা ভালবাসি , আর ভালবাসি বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা । আর হাল্কা লিখালিখির বদভ্যাস আছে। https://www.facebook.com/iqusan

ইকবাল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

নিজের উপলব্ধি

১০ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০৫

আজ আর কোন লিখা না ...... তিন জন মানুষের ব্যাক্তিগত অভিজ্ঞতা এবং নিজের উপলব্ধি শেয়ার করব সবার সাথে_



# ১

পরিচিত একজন, খুব কাছের এক বড় ভাই এর কথা। খুব সিম্পল ভাবেই বলি, যদিও ঘটনা টা খুব একটা সিম্পল ছিল না। প্রেম করতেন, ফেমিলিগত ভাবে মেয়েটার অন্যত্র বিয়ে হয়ে যায়। এর পর বড় ভাই টি আর মুভ অন করতে পারেননি এমন কি জীবনে বিয়ে করবেন না বলে ঠিক করে ফেলেছেন।



পয়েন্ট – বড় ভাই টা কষ্টে থাকলেও মেয়ে টা স্বামী-সংসার নিয়ে সুখেই আছে যতদূর জানা যায়। দোষ দিচ্ছিনা... বিয়ের পর পুরনো কথা মনে রাখা উচিৎ ও না।



# ২

খুব কাছের এক বান্ধবী। প্রেম করল পরবর্তী তে ব্রেক- আপ হল। এর পর সে আর ঐ ছেলে কে ভুলতে পারছেনা। নতুন সম্পর্কে জড়াতে চায় ভুলে থাকার জন্য। এমনকি নতুন সম্পর্কে জড়িয়ে ও যায়। তারপর এখন সে সুখেই আছে এমনকি তার এক্স ও মুভ অন করে।



পয়েন্ট – দুই জনেই মুভ অন করে এবং দুই জনেই সুখে আছে।



# ৩

খুব কাছের আরেক বন্ধুর কথা...... ব্রেক আপ এর পর সেও আর কাউকে ভালোবাসা সম্ভব না এমন এক ধারনায় আছে এবং খুব একটা ভালো নাই সে এখন। মেয়েটার কে দোষ দিবনা সেও কাছের এক বান্ধবী। ব্রেক আপ করার নিজস্ব কিছু কারন ছিল। সেগুল মূল বক্তব্যের সাথে সম্পৃক্ততা রাখেনা বলে শেয়ার করলাম না । মেয়ে টা মুভ অন করে সুখেই আছে।



পয়েন্ট – রিলেশন করার আগে ভেবে চিনতে করা উচিৎ...... মন মানসিকতা এক কিনা এগুলা খুব বেশি ভাবা উচিৎ। ঝোঁকের বশে রিলেশন এ যেয়ে পরে কষ্ট পেয়ে কি লাভ। অনেক সময় ব্রেক-আপ এর ক্ষেত্রে কারোই দোষ থাকেনা। দুই জনেই দুই জনের যায়গায় রাইট থাকে। সুতরাং দুই জনের জায়গা টা এক কিনা এটা ভাবা উচিৎ।



বিঃ দ্রঃ এই তিনটি ঘটনা লিখার উদ্যেশ্য একটাই "মুভ অন" এর ব্যাপার টা। দেখা যাচ্ছে যারা যারা মুভ অন করতে পারে তারাই মুলত সুখে থাকে। আসলে কারো পুরনো স্মৃতি আঁকড়ে ধরে রাখার মধ্যে কোন সার্থকতা নাই। যার জন্য কষ্টে আছেন সে ঠিকই সুখে আছে , তাইলে লাভ টা কই?

তবে আপনাকে এটা বুঝতে হবে যে একজনের প্রতি কষ্ট, অপরাধ বোধ, ঘৃণা এগুল জমিয়ে রাখার মধ্যে কোন উপকারিতা নিহিত নেই । যদিও সম্পর্ক টি শেষ তারপরেরও তার সাথে আপনার বন্ধন টি ছিল অনেকভাবেই ব্যাতিক্রম এবং অসাধারন একটি সম্পর্ক । উপরন্তু বিশ্বাস করুন অথবা নাইবা করুন একটি কথা জেনে রাখুন সবসময় ই “দেয়ার ইস আ নেক্সট টাইম” থাকে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২১

খাটাস বলেছেন: যারা মুভ অন করতে পারে তারাই মুলত সুখে থাকে।
সুন্দর বলেছেন- শেষের কথা গুলো সাধারন কথা, কিন্তু আরেকবার গুছিয়ে শুনতে ভাল লাগল। রিলেসান- ব্রেক আপ এখন একটা সমস্যা বলা যায়। এ ব্যাপারে কথা হউয়া ভাল।
শুভ কামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.