![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা মুসলিম হয়ে আমাকে ধন্য করেছ, তা মনে করো না। বরং আল্লাহ ঈমানের পথে পরিচালিত করে তোমাদের ধন্য করেছেন। (হুজুরাত:১৭)
রানী ইসাবেলা।
পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী শাসকদের একজন। মাত্র সতের বছর বয়েসে কাস্টিলের পরবর্তী শাসক হিসেবে মনোনয়ন পান এই রাজকুমারী। আঠারো বছর বয়েসে তিনি বিয়ে করেন এরাগনের রাজকুমার ফার্ডিনান্ডকে, যিনি পরবর্তীতে এরাগনের রাজমুকুট পরিধান করেন। এই বিয়ে এরাগন এবং কাস্টিলকে বন্ধু রাষ্ট্রে পরিনত করে, স্পেনে ক্যাথলিক শাসনকে পোক্ত করে এবং স্পেনকে পৃথিবীর বুকে একটি শক্তিশালী রাজত্বের মর্যাদা দেয়। নারীশিক্ষা সেসময়টাতে খুব আদৃত না থাকলেও তিনি নারী শিক্ষার পৃষ্ঠপোষক ছিলেন। ছিলেন গরীব দুখীদের আশ্রয়। অতিশয় সাদামাটা ইসাবেলা নিজের কাপড় নিজেই সেলাই করতেন। নিবেদিত প্রান এই ক্যাথলিক নারী তার পুত্রের মৃত্যর পর বলেন, "প্রভু আমায় তাকে দিয়েছিলেন, প্রভুই তাকে আমার কাছ থেকে ফিরিয়ে নিলেন। তার পবিত্র নামেরই প্রশংসা।" ইসাবেলার সাফল্য গাথায় রয়েছে রিকনকুয়েস্তা, বা গ্রানাডা বিজয়, কলম্বাসের আমেরিকা আবিষ্কার, চার্চের পুনর্গঠন। এছাড়া রয়েছে স্প্যানিশ ইনকুইজিশন, যার মাধ্যমে তিনি ধর্মের কুলাংগারদের শায়েস্তা করেছেন। মুসলিম এবং ইহুদীদের খুব দ্রুত তিনি কাস্টিল থেকে বহিষ্কার করেন, যদিও তার স্বামী ফার্ডিনান্ডের রাজ্য এরাগনে মুসলিমদের তখনও উপস্থিতি ছিল। তাকে "ইসাবেলা দ্য ক্যাথলিক"ও বলা হয়, তবে স্প্যানিশ ইনকুইজিশন এবং বিধর্মীদের স্পেন থেকে বহিষ্কার তার সেইন্ট হুড প্রাপ্তির ক্ষেত্রে বাধা হয়ে দাড়ায়। তিনি সেইন্ট হতে পারেন নি।
জ্ঞানের সাধক ইসাবেলা একজন সৃজনশীল মনের অধিকারী ছিলেন। মুরদের রেখে যাওয়া শিল্প স্থাপত্যের সৌন্দর্য তার মনকেও স্পর্শ করেছিল। যার ফলে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি অনমনীয় হওয়া সত্ত্বেও তিনি আল হাম্বরা কিংবা জিব্রাল্টারের নাম পরিবর্তন করেন নি। তিনি যদি চাইতেন তবে মুসলিমদের সেই নাজুক অবস্থায় স্পেনের প্রতিটি স্থাপনা থেকে মুসলিমদের চিহ্ন একেবারে মুছে ফেলতে পারতেন।
শেখ হাসিনা কতৃক জিয়া বিমান বন্দরের নাম পরিবর্তন আমাকে রানী ইসাবেলার কথা মনে করিয়ে দিল। বিএনপির অবস্থা মোটেই নাজুক নয়, তারা দেশের সর্ব বৃহৎ বিরোধী দল। তা সত্ত্বেও বিমান বন্দরের নাম পরিবর্তন হয়েছে। ইসাবেলা যা করেন নি, হাসিনা তা করেছেন।
ধন্যবাদ কাকে দেব? হাসিনা নাকি ইসাবেলা?
হয়ত বা ইসাবেলাকে।
ছবি : উইকিপিডিয়া
Click This Link
http://www.ctspanish.com/legends/isabella1.htm
http://en.wikipedia.org/wiki/Morisco
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৯
উম্মু আবদুল্লাহ বলেছেন: বাংলাদেশের মানুষের প্রতিক্রিয়া একটু ধীরে ধীরে হয়ে থাকে।
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৪৮
উম্মু আবদুল্লাহ বলেছেন: ত্রিভুজ, তোমার পোস্ট সব কই? পোস্ট মুছে দিলে কেন?
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৮
তাসনীম বলেছেন: নাম বদলের রাজনীতি শুরু হওয়া দরকার । দিন বদল চাই ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২৭
উম্মু আবদুল্লাহ বলেছেন: এই নাম বদলই মনে হচ্ছে দিন বদল।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৯
এরশাদ বাদশা বলেছেন: হাসিনা-খালেদার সাথে কোনো মহীয়সীর তুলনা করা মানে তাদেরকে অপমান করা।
এর বাইরে আর কিছু বলার নাই।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫৭
উম্মু আবদুল্লাহ বলেছেন: বললেই বা কে শুনবে!!!!
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১০
লালসালু বলেছেন: জনগণের সমস্যাটা কি ঠিক বুঝতে পারছি না... ২০ কোটি মেরুদন্ডহীন মানুষ ভর্তি একটা দেশ? গিনেজ বুকে নাম উঠে যাবে কিছুদিন পর!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৫৩
উম্মু আবদুল্লাহ বলেছেন: কিছুই বিচিত্র নয়।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩৪
রাজিব খান০০৭ বলেছেন: নামবদল ছাড়া গত চৌদ্দমাসে আর কি করেছে তারা? যুদ্দপরাধীদের বিচারটা ঝুলিয়ে রেখেছে।কেন? কারন আগামীবার ও ভোট চাওয়ার আগেই একই ইস্যু তুলবে তারা। কিন্তু বারবার মানুসকে ধোকা দিয়ে ক্ষমতায় আসা যায় না।এখনই এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে তাদের।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:৫৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: কে জানে তারা সামনের দিনে কি করবে। সরকার সমর্থক বুদ্ধিজীবীরা তো বলছেন বিএনপি সংসদে না এলেও চলবে। নির্বাচনের আগেও বলেছিল নির্বাচনে না এলে ঠিক আছে। আসলে একদলীয় শাসন ব্যবস্থার ইতিহাস যাদের রয়েছে, তাদের পক্ষে সেরকমটা ভাবা খুব স্বাভাবিক।
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:১১
সাঈফ শেরিফ বলেছেন: অনেক বছর আগে প্রথম আলোতে আবেদ খানের কলাম পড়েছিলাম। "কালের কন্ঠ" নামে কলাম লিখতেন। ব্রাহ্মণবাড়িয়া নাম বদলে বি.বাড়িয়া , ময়মনসিংহ বদলিয়ে মোমেনশাহী , এরকম আরো থানা, গ্রামের নাম মৌলবাদী কায়দায় পরিবর্তন বিষয়ে তিনি জাতির বিবেকের কাছে প্রশ্ন রেখেছিলেন। একটু তথ্যানুসন্ধার করে দেখুন তো মায়নমারের সামরিক সরকার তাদের দেশের নামটিই পাল্টে ফেললো কেন? আগে তো বার্মা ডাকতাম।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৩
উম্মু আবদুল্লাহ বলেছেন: আবেদ খান তো মনে হচ্ছে সূতাকে সাপ ভাবছেন। বি বাড়িয়া হল এক্রোনিম, নাম বদল নয়। ময়মনসিংহ অফিসিয়াল নাম এটাই। পাশাপাশি মোমেনশাহী অনেক আগে থেকেই চলছে।
তবে এরকম সাম্প্রদায়িক মনোভাব নিয়ে নামবদল অবশ্যই নিম্ন রুচির পরিচয় বহন করে।
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:১০
গরীবের কথা বলেছেন: আসসালামু আলাইকুম।
শেখ হাসিনা অনেক কথা বলেন / অনেক কাজ করেন, যেগুলো একটা বড় দলের প্রধান হিসাবে / ক্ষমতার শীর্ষে থেকে করাটা অনুচিত।
কোন এক সময়ে উনি একটার বদলে দশটা লাশ ফেলতে বলেছিলেন।
বিদেশী মন্ত্রীর উপস্থিতিতে ওনার ঘোষণা - বাংলাদেশের মসজিদগুলোকে মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে- এটা সর্বশেষ হিট বচন।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫১
উম্মু আবদুল্লাহ বলেছেন: ওয়া লাইকুম সালাম।
উনাকে সমর্থন করার মত মানুষ অনেক রয়েছে।
৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:০৩
কৌশিক বলেছেন: ইয়াং পলিটিক্যাল পার্টির দরকার পরে ঐতিহ্য নির্মাণের। সেজন্য তাদের সিনিয়র পলিটিক্যাল এনটিটির থেকে কিছু ঐতিহ্য ও ইতিহাস আরোপিতভাবে নিজের বলয়ে প্রতিষ্ঠার প্রবণতা প্রদর্শন করে - সমতা দেখানোতে, মুখোমুখি অবস্থানের মত প্রতিপক্ষ হয়ে উঠতে বা ওঠার পরে। বাঙালি চরিতে এর দৃষ্টান্ত অভিনব নয়, এবং এর বিস্মৃতিও মজ্জাগত। নামবদল সংস্কৃতির এর ফলে উদ্ভব। পরিবর্তন কোথায় হওয়া উচিত সেটা এবার বোঝা যেতে পারে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৫৫
উম্মু আবদুল্লাহ বলেছেন: ঠিক ধরতে পারলাম না। নামবদলের সংস্কৃতির সাথে প্রতিশোধ, জিঘাংসা, প্রতিহিংসা - এসব জড়িত। প্রতিপক্ষকে হীন করার মানসিকতা থেকে যার জন্ম।
নামকরনের মাধ্যমে নিজস্ব ঐতিহ্য গত সংস্কৃতি নূতন প্রজন্মে পৌছে দেয়ার মানসিকতাও কাজ করে - তবে তার সাথে "নামবদল" জড়িত নয়, জড়িত হল "নামকরন"। নামকরনের মাধ্যমে তাদের সিনিয়র পলিটিক্যাল এনটিটির থেকে কিছু ঐতিহ্য ও ইতিহাস আরোপিতভাবে নিজের বলয়ে প্রতিষ্ঠা হয়ে থাকে। "নামবদল" আর "নামকরন" এর মাঝে এখানেই পার্থক্য।
৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৩
জাতি জানতে চায় বলেছেন: দুই সময়ের পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যে সম্পর্ক রচনা জটিল ব্যাপার! তবে আপনার কথা অনুযায়ী অন্তত এটুকু বলা যায় যে নামকরনের ক্ষেত্রে প্রাচীন ইসাবেলা ডিজিটাল হাসিনা অপেক্ষা উত্তম!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১৭
উম্মু আবদুল্লাহ বলেছেন: কয়েকদিন আগে স্পেনের ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করার ফলেই সম্ভবত ইসাবেলার কথাটা মাথায় এল।
১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৩৯
সরকার মারুফ বলেছেন: সুন্দর হয়েছে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৯
উম্মু আবদুল্লাহ বলেছেন: ধন্যবাদ।
১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩১
সেতু জোহরা বলেছেন: দারুন বিশ্লেষণ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৫
উম্মু আবদুল্লাহ বলেছেন: ধন্যবাদ আপু।
১২| ০৪ ঠা মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৩১
আশাবাদী মানুষ বলেছেন: বি শ্লেষন ভালোই হয়েছে।
জনগনের সমস্যা কি এটা বুঝতে না পারাই জামাতের ৭০ বছরের রাজনৈতিক ব্যার্থতা। আর কত ? এই মুসলিম প্রধান বঙ্গদেশে এখনো কেন জামাতের সমর্থন কেন ০.৭৫% ?
১৩| ০৬ ই মার্চ, ২০১০ ভোর ৪:০১
রামন বলেছেন: শেখ হাসিনা কেন রানী ইসাবেলা হতে যাবেন ? আার কেনই বা তাকে রানীর সাথে তুলনা করা হবে? শেখ হাসিনা হলেন জনগন দ্বারা নির্বাচিত একজন প্রতিনিধি যার দায়ভার এবং বাধ্যবাধকতা জনগনের নিকট অর্পিত রয়েছে । শেখ হাসিনা জণগনের ইচ্ছায় কেবলমাত্র জিয়ার নাম পরিবর্তন করেছেন, কিন্তু তার অস্তিত্ত্ব তো শেষ করে দেননি। যদি তিনি রানী ইসাবেলা হতেন তাহলে অতীতে তার পরিবারের সাথে যে অবিচার হয়েছে তার নুন্যতম প্রতিশোধ নিতে ইতিহাসের সেই জঘন্য ও নিষ্ঠুর হত্যাকাণ্ডের সাথে জড়িত সে সকল নারাধম যারা বি এন পি ও জামায়াতের ছত্রছায়ার ঘাপটি মেরে বসে আছে তাদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতেন যেমনটি করেছিলেন রাণী ইসাবেলা ও তার স্বামী রাজা কার্লোস (পঞ্চম) গ্রানাডা রেকনকিস্টাদোর নামে ওহাবী মুর তথা সকল মুসলমানদের মসজিদে জড় করে মসজিদ সহ জ্বালিয়ে দিয়েছিলেন।
০৬ ই মার্চ, ২০১০ ভোর ৫:৫০
উম্মু আবদুল্লাহ বলেছেন: জনগনের ইচ্ছায় নাম পরিবর্তন?
নাকি, উনার ইচ্ছায়?
১৪| ০৬ ই মার্চ, ২০১০ সকাল ১০:৪১
আশাবাদী মানুষ বলেছেন: ত্রিভুজ বলেছেন: আওয়ামীলীগ আসলে কাউকে কেয়ার করতেছে না। যে সরকারকে রক্ষা করার জন্য পার্শ্ববর্তী দেশ সেনাবাহিনী পাঠানোর ঘোষণা দেয় সেই সরকার এরকম কেয়ারলেস হওয়াটাই স্বাভাবিক। কিন্তু জনগণের সমস্যাটা কি ঠিক বুঝতে পারছি না... ২০ কোটি মেরুদন্ডহীন মানুষ ভর্তি একটা দেশ? গিনেজ বুকে নাম উঠে যাবে কিছুদিন পর!
এটা কি তাহলে খাপওয়ালা ?
০৬ ই মার্চ, ২০১০ দুপুর ১২:১৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: আপনার মন্তব্য কি ত্রিভুজের মন্তব্যের প্রেক্ষিতে করা ছিল?
আমার পোস্টটা যেহেতু সরকারকে নিয়ে, সেজন্য হয়তবা ত্রিভুজের মন্তব্যটা তেমন একটা খাপছাড়া মনে হয় নি।
যাক, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আর আমার আগের মন্তব্য মুছে দিলাম।
১৫| ০৬ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৩৬
নাজির বলেছেন: আমাদের মত একটা গরীব দেশের জনগনের টাকা খরচ করে ব্যক্তি বা দলের খায়েশ মিটাতে নাম পরিবর্তন করা অব্শ্যই একটা ঘৃনিত কাজ। সেটা আওয়ামীলীগ হোক আর বিএনপি হোক।
০৬ ই মার্চ, ২০১০ দুপুর ১:১২
উম্মু আবদুল্লাহ বলেছেন: ঠিক।
১৬| ০৯ ই মার্চ, ২০১০ রাত ১২:৪১
দীপান্বিতা বলেছেন: রানী ইসাবেলা সম্পর্কে জেনে ভাল লাগলো।
০৯ ই মার্চ, ২০১০ সকাল ৭:৪২
উম্মু আবদুল্লাহ বলেছেন: ধন্যবাদ।
১৭| ২০ শে মার্চ, ২০১০ দুপুর ১২:১৫
ফারজানা মাহবুবা বলেছেন: আপু, জটিল তুলনা! ইসাবেলা জানে মেরে ফেললেও, নামে মারেনি! আর আমাদের দেশের রাজনীতিবিদরা তো শুধু জানেই না, নামেও!!
২০ শে মার্চ, ২০১০ রাত ১১:২৩
উম্মু আবদুল্লাহ বলেছেন: হাহ ...............
১৮| ২০ শে মার্চ, ২০১০ রাত ১১:৫৩
অসাধারণ বলেছেন: Click This Link
২১ শে মার্চ, ২০১০ রাত ৯:৪৩
উম্মু আবদুল্লাহ বলেছেন: প্রাসংগিক তো মনে হচ্ছে না।
১৯| ২৪ শে মার্চ, ২০১০ সকাল ৭:১৯
জোবাইর বলেছেন: শেখ হাসিনাকে ধন্যবাদ দেব কারণ তিনি বিএনপিকে দেশ থেকে তাড়িয়ে দেয় নি, যেভাবে ইসাবেলা বিধর্মীদের স্পেন থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আর ইসাবেলাকে ধন্যবাদ দেব কারণ তিনি আল হাম্বরা কিংবা জিব্রাল্টারের নাম পরিবর্তন করেন নি।
২৪ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৩২
উম্মু আবদুল্লাহ বলেছেন: বিএনপিকে দেশ থেকে তাড়িয়ে দেয়া শেখ হাসিনার পক্ষে কতটুকু সম্ভব যেখানে বিএনপি গত নির্বাচনে ৩৫ ভাগ ভোট পেয়েছে। খালেদার বাড়ী ইস্যু দূরে থাক, তারেককে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেও তো প্রত্যাহার করতে হয়েছে। হ্যা, সংসদে বিএনপির প্রতিনিধি স্বল্প, সেখানে রয়েছে আওয়ামী একচ্ছত্র। যদি সংসদে বিএনপিকে সহ্য করে নিতে পারে, তাহলে অবশ্যই তা তাদের জন্য হবে কৃতিত্বের বিষয়।
২০| ০৫ ই এপ্রিল, ২০১০ সকাল ৭:২৫
রাফা বলেছেন: কোন অপরাধীর নামানুসারে কোন প্রতিষ্ঠানের নাম করন হলে তা সংশোধন করাই যুক্তিসংগত। কলংক মোচনের আর কোন পথ কি আছে ?
০৫ ই এপ্রিল, ২০১০ সকাল ৭:৫০
উম্মু আবদুল্লাহ বলেছেন: সেক্ষেত্রেও ইসাবেলাকে ধন্যবাদ দিচ্ছি, কারন তারিক বিন জিয়াদ তার প্রতিপক্ষ হওয়া সত্ত্বেও "জিব্রাল্টার" নাম এখনও রয়েছে।
আর "অপরাধী"র নামে প্রতিষ্ঠানের নাম? সেরকম কি হয়েছে বাংলাদেশে? অবশ্য আপনি যদি আইন গত অপরাধের বদলে নৈতিক অপরাধের কথা বোঝান, তবে ভিন্ন কথা। কিন্তু কথা হচ্ছে, রাজনীতির ক্ষেত্রে নৈতিক অপরাধের বিষয়টি সম্পূর্ন আপেক্ষিক। একজনের দৃষ্টিতে যে অপরাধী, অন্যের দৃষ্টিতে সে হতে পারে বীর মুজাহিদ!
অনেক দিন পরে আপনাকে দেখলাম।
শুভ কামনা রইল। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৬
ত্রিভুজ বলেছেন: আওয়ামীলীগ আসলে কাউকে কেয়ার করতেছে না। যে সরকারকে রক্ষা করার জন্য পার্শ্ববর্তী দেশ সেনাবাহিনী পাঠানোর ঘোষণা দেয় সেই সরকার এরকম কেয়ারলেস হওয়াটাই স্বাভাবিক। কিন্তু জনগণের সমস্যাটা কি ঠিক বুঝতে পারছি না... ২০ কোটি মেরুদন্ডহীন মানুষ ভর্তি একটা দেশ? গিনেজ বুকে নাম উঠে যাবে কিছুদিন পর!