![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকাল বেলা খুলনা রেলওয়ে স্টেশন থেকে ২৩ তারিখ রাজশাহী যাওয়ার ট্রেনের টিকিট কাইট্যা স্টেশনের চায়ের দোকানে বইস্যা আছি...
চা খাইতে আসা এক বয়স্ক রেল কর্মকর্তা আমারে জিগাইতেছে..
- কোথার টিকিট করছ?
- জ্বী.. রাজশাহীর
- বাড়ি কোথায় রাজশাহী? করো কি??
- না আঙ্কেল বাড়ি এই পাশেই। আমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী।
- পাশে কোথায়?
- এইতো খালিশপুর।
- বাপ মা টাকা খরচ কইরে পাঠাচ্ছে। শিবির কইরো না, লেখাপড়া কইরো।
তার পাশ থেকে একজন, ' লীগের ছাত্ররাও এখন ভাল না। কোন নীতি নাই! '
..আমি মনে মনে, ' ইনারা কয় কি? আগে তো চান্স পাইতে হবে। তারপর এসব কিছু করব না করব সেটা পরের ব্যাপার! '
তবে তাদের কথা বার্তায় যা বুঝলাম, বর্তমানে পাবলিক সহিংসতার জন্য সবচেয়ে বেশী ভয় পায় ছাত্রদের :v :v !
আর, কোন বাবা মা ই চায় না তার সন্তান যে কোন দলের হয়েই হোক না কেন কোন রাজনীতিই না করে।
তার মানে যারা ছাত্র রাজনীতি করে তারা সবাই বাবা মায়ের অবাধ্য সন্তান
!
২| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৯
পথহারা নাবিক বলেছেন: ছাত্র রাজনীতি দেশের জন্য বিশাল একটা ভুমিকা রাখতে পারে কিন্তু এটা আমাদের দেশে উল্টো!!
৩| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৭
রাকিব শেখ বলেছেন: আর ভূমিকা?
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১
মোঃ আনারুল ইসলাম বলেছেন:
হয়ৎ