![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকাঃ এখানকার মেয়েদের সাধারণত বাইরে তেমন একটা ঘোরা হয় না। যতক্ষণ হয় ততক্ষণ খুব সেফে চলতে হয়। অপরিচিত
কারো সাথে দু দন্ড কথা বলে কাউকে বোঝা তেমন একটা হয় না। তারা সারাদিন ফেসবুক, মিগ৩৩, হোয়্যাটস্ এ্যপ নিয়ে পড়ে থাকে। প্রেমিকও সাধারণত
এর মাধ্যমে খুঁজে নেয়। ফেসবুকে লিস্টেড বাড়ন্ত সেলিব্রিটিদের দিকেই সাধারণত তাদের নজর বেশী থাকে..!
খুলনাঃ এখানকার মেয়েরা সাধারণত তাদের ভার্সিটি পড়ুয়া হাউজ টিউটর বা কলেজের তরুণ স্যারের প্রেমে পড়ে থাকে। কারণ
হতে পারে খুলনার ছেলেরা যতই ফাজিল, বাচাল হোক না কেন পড়ানোর সময় তারা খুবই গুরু গম্ভীর। আর গাম্ভীর্যপূর্ণ ছেলেই এখানকার মেয়েদের পছন্দ।
চট্টগ্রামঃ আপনি চট্টগ্রামের বাইরের ছেলে? তাহলে আপনার এখানকার মেয়েদের কাছে চারআনা পয়সার দাম নাই..!
তবে এদের ঢাকার প্রতি হালকা আকর্ষণ আছে..।
বরিশালঃ এখানকার মেয়েরা প্রেম করায় বিখ্যাত..! এখানকার পাড়া, মহল্লা, ব্রিজ, গলি, আকাশে, বাতাসে, ফেসবুকে প্রেম। ইহাকে প্রেমস্থান ও বলা যায়..! শুধু ছেলে হিসাবে আপনার সাহস করে প্রোপজ করার ক্ষমতা থাকতে হবে। এখানকার মেয়েদেরও ঢাকার প্রতি বেশ দূর্বলতা লক্ষ্য করা যায়..!
সিলেটঃ এখানকার মেয়েরা প্রেম
থেকে বিয়েকে বেশী গুরুত্ব দেয়। তাই এদের কারো সাথে প্রেম করার ইচ্ছা হইলে আগে তারে বিয়া কইরে নেন। আর যদি বিয়ার আগেই প্রেম হয়ে যায়
তাহলে বুঝবেন সম্পর্কের দু বছরের ভিতরে যেম্বায়ই হোক
সে আপানারে বিয়া কইরা ছাড়বে..!
রংপুর / বগুড়াঃ আপনার জীবনের চলার পথে এখানকার কোন মেয়ের সাথে যদি হুট করে পরিচয় হয়ে যায় আর কিছুদিনের মধ্যেই সে আপনাকে মাত্রারিক্ত শাসন করতে থাকে? তাহলে বুঝবেন সে আপনাকে ভালবাসে..!
রাজশাহীঃ ''মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না।'' এ কথাটা এখানকার মেয়েদের জন্য সবচেয়ে বেশী প্রযোজ্য..।
তবে যদি বুঝতে পারেন এখানকার কোন মেয়ের বুক আপনার জন্য ফাটে? তাহলে আপনি জীবনে কিছু পাইলেন
মানে রবীন্দ্রনাথের ভাষায় বলি উহাকে পাইলেন।
আমিতো দেশের বিভাগীয় শহরগুলোর কথা বললাম তার মানে কি যশোর, দিনাজপুর,
ময়মনসিংহ, কুমিল্লার মত বড় বড় জেলা আর আরো ৫২ জেলার মেয়েরা প্রেম করে না?
অবশ্যই করে, তবে আমি তো আর
সবজান্তা সমীপেষু না। সেগুলো না হয় আপনারাই বলুন!
তবে আমি একটা বলি..
কুষ্টিয়াঃ প্রেম করবেন কিন্তু প্রেমের
পাখি কখন কাচকলা দেখিয়ে চলে যাবে টেরও পাইবেন না..!
* ব্যতিক্রম থাকতেই পারে! যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৪
মাঘের নীল আকাশ বলেছেন: ভালা পাইলাম...খেক খেক!
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৮
রাকিব শেখ বলেছেন: হাহাহা
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪০
গোল্ডেন গ্লাইডার বলেছেন: ভালা পাইলাম
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০১
রাকিব শেখ বলেছেন: আমিও শুনে খুশি হইলাম
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৬
বেকার সব ০০৭ বলেছেন: এই পর্যন্ত কয়টা প্রেম করছেন
৭| ৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৩
রাকিব শেখ বলেছেন: একটাই করেছি সব শেষে বলা জেলার একটা মেয়ের সাথে। কিন্তু অনেক দেখেছি
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৩
সুস্মিতা শ্যামা বলেছেন: