![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
_মেয়েঃ নিয়ে নিতে পারোওও.. লেখা কবিতা, গাওয়া গান যত..!
_ছেলেঃ গাইব না আর কোন গান তোমায় ছাড়া, লিখব না আমি আর তুমিহীনা কবিতা..
..কি গেল বোঝা?
মেয়েরা ভাল না বাসলেও ভাব দেখায়,, হ্যা তোমার জন্যেও আছে আমার ভালবাসা..।
সটকে পড়ে তখনই যখন চলে আসে নিজের স্বার্থটা..!
তখন সোজা সাপ্টা বলে,, তোমার জন্য আমার নেই কোন ভালবাসা..।
_এ কথাটি কিন্তু আগে বলে না..!
শুধু বসে বসে উপভোগ করে ছেলেটির তাকে নিয়ে লেখা কবিতা আর পাগলামিটা।
_উপভোগ করা হয়ে গেলে / একাকী সময় টুকু পার করা হয়ে গেলে / তার স্বপ্নপুরুষ ফিরে এলে.. ছেলেটিকে বলে দেয় ফিরিয়ে নিতে পার তোমার সকল সস্তা কবিতা..!
_ছেলেটির জীবনে যে একবারই কবিতা এসেছিল তা কেউ বোঝে না..!
আর চাইলেও সে কাউকে নিয়ে লিখতে পারবে না এমন কবিতা..।
যেমনঃ আমার ছিল যত কবিতা..
সব বন্দী হয়েছে প্রাইভেসী- অনলী মী র দ্বারা।
আর কখনো কাউকে নিয়ে তা লেখা সম্ভব না..!
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০
দেশপ্রেমিক পোলা বলেছেন: বাংলাদেশ বনাম শ্রীলংকা লাইভ খেলা দেখার লিংক চাই।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৬
রাকিব শেখ বলেছেন: মিস স্বর্ণা আমার থেকে ৩ বছরের ছোট মেয়ে আমার সাথে ক্লোজ প্রেম বাদে আর কি সম্পর্কে হতে পারে বলবেন?
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২২
পেন্সিল চোর বলেছেন: মেয়েদের একটা ভালো জিনশ আছে যা বিক্রি করলে অনেক টাকা পাবে ওরা। কারন ওদের ওইটা ইউজ করে না কোনোদিন।
সেটা হল তাদের ব্রেইন।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৪
আশাফ আনিস বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আহারে ছেলেরা হল ফেরেশতা। ভাবে মেয়েরা একটু ভালভাবে কথা বললেই যেন প্রেমে পড়ে গেছে। আর কখনো কাউকে নিয়ে তা লেখা সম্ভব না..!
বড়ই নির্মম
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪১
রাকিব শেখ বলেছেন: পেন্সিল চোর ভাইয়া যা বলছ? হাহা
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাবীর নাম কি ভাই? :p
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৯
রায়হান০০৭ বলেছেন: মাথামোটী
দের নিয়ে বেশি আলোচনা না করাই ভালো
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭
রাকিব শেখ বলেছেন: তুই মনে হয় জানতি না বর্ষণ?
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

আহারে ছেলেরা হল ফেরেশতা। ভাবে মেয়েরা একটু ভালভাবে কথা বললেই যেন প্রেমে পড়ে গেছে। আর কখনো কাউকে নিয়ে তা লেখা সম্ভব না..!