নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিষ্টির পোক আরকিব

এস এম রাকিব

রাকিব শেখ

https://www.facebook.com/100002634797596

রাকিব শেখ › বিস্তারিত পোস্টঃ

ছাগল হতে মানুষ হবার চেষ্টায় আছি...

১২ ই জুলাই, ২০১৪ রাত ১:১৫

প্রেমিক প্রতারণা করলে অনেক প্রেমিকা ভেঙ্গে পড়ে। একাকীত্বের সময় টুকুতে অন্য কারও শরণাপন্ন হয়, তার সাথে দুঃখটা ভাগ করে নিতে চায়। একসময় দুঃখ ভাগ করতে করতে সুখের প্রয়োজনীয়তা অনুভব করে তার সাথেই নতুন করে সম্পর্কে জড়িয়ে পড়ে। নতুন প্রেমিকটিও তাকে বুকে ঠায় দেয়। এটা দেখে অনেক পুরাতন প্রেমিক ভাবে, ''পুরান মালটা হাতছাড়া হয়ে গেল রে!'' হাতছাড়া না করিবার নিমিত্তে 'আমি ফিরে এসেছি আমার ভুল বুঝতে পেরেছি 'এসব বলে আবার তারা পুরাতন প্রেমিকার মন গলিয়ে ফেলে। আর প্রেমিকা কিংকতব্যবিমুঢ় হয়ে নতুন প্রেমিকের আশ্রয় পাওয়া হৃদয়টাকে তখন অকৃতজ্ঞের মত ভেঙ্গে ফেলে তাকে ছাগলের ৩ নম্বর বাচ্চা বানিয়ে ফেলে!

'এ অধিকার তাদের কে দিয়েছে?'



এসব ছাগলের ৩ নম্বর বাচ্চারা অনেকে তাদের জীবনটাকে নষ্ট করে ফেলে আবার অনেকে ছাগল থেকে মানুষ হয়ে ওঠে; এরপর থেকে জীবনের প্রতিটা পদক্ষেপ তারা খুব সতর্কতার সাথে ফেলে।



...ছাগল হতে মানুষ হবার চেষ্টায় আছি।



-- একজন ভুক্তভোগী

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১:১৭

ইরফান মাহ্‌মুদ বলেছেন: হাহাহাহা

২| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১:২২

অর্বাচীন পথিক বলেছেন: হাহাহাহা
তা হলে ফলাফল কি দাঁড়ালো, আপনি ছাগলের ৩ নম্বর বাচ্চা থাকে ও বিতাড়িত ?? :P :P

৩| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১:২৫

রাকিব শেখ বলেছেন: ছাগল গোষ্ঠী থেকে বিতাড়িত হয়ে যদি মানুষ হওয়া যায় তবে তো বিতাড়িত হওয়াই ভাল ;)

৪| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১:২৭

চটপট ক বলেছেন: মানুষ হইলে জানাবি,উকে ?

৫| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১:৩০

রাকিব শেখ বলেছেন: তর কি মনে হয় না আমি মানুষ হইতারুম? @চটপট

৬| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১:৩৬

চটপট ক বলেছেন: সম্ভাবনা অনেক কম, ফেসবুকের স্ট্যাটাস দেইখা তো, সিরামি লাগে :#)

৭| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১:৪০

রাজিব বলেছেন: বেশ কষ্টকর একটা সময় ও অভিজ্ঞতা। কোন সান্তনা, উপদেশ, আশ্বাসবাণী এ মুহূর্তে কাজ করবে না। তবে একটা বানী মনে পড়ে গেলঃ জীবনে যখন একটা দরজা বন্ধ হয় তখন সঙ্গে সঙ্গেই আরেকটা দরজা খুলে যায়। কিন্তু আমরা ঐ বন্ধ দরজাটার দিকে চেয়ে চেয়ে এত বেশি সময় নষ্ট করি নতুন করে খুলে যাওয়া দরজাটা দেখতে পাই না।

৮| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১:৪২

রাকিব শেখ বলেছেন: বন্ধ দরজাটার দিকে অনেক দিন যাবতই তাকিয়ে আছি। আর না!

৯| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১:৫৮

মামুন রশিদ বলেছেন: আপনার উত্তরণ স্মুথ হউক !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.