নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথা কালিতে

আহ্‌মদ ইর্তিজা

লিখা একটা স্বতঃস্ফূর্ত বিষয়। সৃজনশীল কিছু লিখার জন্য টেবিলে বসে কলম চিবুতে হয়না। জীবনের প্রতিদিনই একেকটা গল্প যারা জমাট বেঁধে পরিণত হয় একটা উপন্যাসে। আর সমগ্র জীবনের সকল হাসি কান্না, সাফল্য ব্যর্থতা মিলে জন্ম নেয় একটা মহাকাব্য।

আহ্‌মদ ইর্তিজা › বিস্তারিত পোস্টঃ

একটা ভুলের সংশোধন

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০

আজ দৃপ্ত চরনে মুখর চত্বর



গানে ধ্যানে শ্লোগানে



তরুণ নবীন কণ্ঠের দাবি



ন্যায়বিচার চাই সত্বর







আজ এসেছে সবাই মুখরিত প্রাঙ্গনে



প্রতিবাদী সুর বিপ্লবী গানে



ঢাকের বাড়িতে ঝরে অগ্নিস্ফুলিঙ্গ



নব প্রজন্ম জেগেছে এখানে







ধর্ম কার কী, বর্ণ কীরকম



কার বাড়ি বরিশাল, কে থাকে সিলেট



আজ কেউ কোথাকার নয়



সবাই বাঙালি, আধুনিক বাংলাদেশী



একই চেতনা, দাবী একইরকম



অবিচারী গোষ্ঠীর পোষক যারা



তাদের নির্মূলের বাসনা



চেতনার মাঝে অচেতনের ভাষা



লাখো শহীদ কি আজ হাসে না?





নষ্ট ভ্রান্ত পচুক বিভ্রান্তির জলে



ভুলে গেছে যারা জাতপরিচয়



আজ তারা সংগ্রামে মত্ত



মিথ্যা আদর্শবাদী সকলে।







নূতন সূর্য উঠে



পুরোনো সূর্য ডুবে



প্রজন্ম চত্বরে সময় বাড়েনা



স্বাধীনতা প্রজন্ম চত্বরে



উপলব্ধি আর সুচেতনার আলোয়



রাত আর দিনের পার্থক্য ঘুচে গেছে



ক্লান্তিহীন প্রজন্ম বসে রয় সেখানে



একটা ভুলের সংশোধনে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.