নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথা কালিতে

আহ্‌মদ ইর্তিজা

লিখা একটা স্বতঃস্ফূর্ত বিষয়। সৃজনশীল কিছু লিখার জন্য টেবিলে বসে কলম চিবুতে হয়না। জীবনের প্রতিদিনই একেকটা গল্প যারা জমাট বেঁধে পরিণত হয় একটা উপন্যাসে। আর সমগ্র জীবনের সকল হাসি কান্না, সাফল্য ব্যর্থতা মিলে জন্ম নেয় একটা মহাকাব্য।

আহ্‌মদ ইর্তিজা › বিস্তারিত পোস্টঃ

খুব লিখতে ইচ্ছা করে

১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪০

প্রায় দুই বৎসর আগে এই প্রোফাইলটা চালু করেছিলাম। তখন মনে খুব শখ ছিল আমার লিখাগুলা মানুষ পড়বে। ৮ বছর বয়স থেকে লিখছি। কবিতা লিখেছি, গল্প লিখেছি এমনকি একবার উপন্যাস লিখার চেষ্টাও করেছি। সব হার্ডড্রাইভ আর খাতার চতুর্ক্ষেত্রে আটকে ছিল। সদ্য বিশ্ববিদ্যালয় পড়ুয়া আমি ভেবেছিলাম এইবার ওদের দিনের আলোয় আনব।



তবে সেরকম কিছু হয় নাই। দুই একটা লিখা ঘাঁটাঘাঁটি করে বের করে এনেছি। দুই একটা নূতন করে লিখেছি তারপর ধাম করে একদিন সব বন্ধ করে দিলাম। হাতে কলম/কি বোর্ড কোন কিছুই ধরা হয় না।



মাথার চিন্তাগুলা কালো কালিতে ঝাড়তে না পারলে সব একসময় ঝাপসা হয়ে আসতে চায়। চোখ কুঁচকে মনে করতে হয় ছয়মাস আগে আমি কে ছিলাম, কি ভাবতাম। এখন আমি কে? আমার এখন চিন্তাধারা কেমন? নিয়মিত কলম নিয়ে বসা গেলে যা হবে তা হল স্মৃতি বলে কিছু থাকবে না। সবকিছুই বর্তমান মনে হবে। জানা দরকার, অতীত স্মৃতির চেয়ে বড় বেঈমান আর কিছুই হতে পারে না। স্মৃতি দুঃখের অভিজ্ঞতাকে আনন্দের আর আনন্দের অভিজ্ঞতাকে নিরানন্দের মোড়কে মুড়ে দিতে পারে।





আমার সবচেয়ে ভালো বন্ধুটা দুই বছর আগে একটা দুর্ঘটনাক্রমে মারা যায়। সেদিনই আমি কিছু লিখে রেখেছিলাম। এখন দুঃখগুলা ফিকে হয়ে এসেছে। আবেগের জায়গায় মগজের ডানদিক আক্রমণ করছে। আমি তাই লিখাটা পড়ি। আমার অনুভূতিগুলাকে হয়তো সে লিখা আবার জীবিত করতে পারে না। কিন্তু আমি ঠিকই মনে করতে পারি আমি কেমন বোধ করছিলাম। এটা স্মৃতি চারণ না, এটা হচ্ছে বাইরে থেকে দাঁড়িয়ে দ্বিতীয় সত্তা হিসাবে নিজের অতীত সত্তাকে দেখতে পাওয়া। আমি আশাবাদী আমি আবার লিখতে শুরু করব। লিখা-লিখি আবেগ আর যুক্তির মাঝখানে সীমারেখাটা ধরে রাখে, যাতে করে জীবনে বেসামাল হওয়া না লাগে। :)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১৪

মৃদুল শ্রাবন বলেছেন: লেখালেখিটা আসলে নির্ভর করে মনের ওপর। আর বেশী বেশী পড়ার কোন বিকল্প নেই।

২| ১৩ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

আহমেদ জী এস বলেছেন: আহ্‌মদ ইর্তিজা ,



লিখুন । লিখতে যখোন ইচ্ছে করে তখোন তাকে যুক্তির সীমারেখায় ধরে রেখে বেসামাল হবেন না ।

এইতো বেশ লিখে ফেলেছেন । যে মন নিয়ে লিখেছেন তাকে ধরে রেখে লিখুন । যা খুশি তা-ই ।

৩| ১৩ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

আহ্‌মদ ইর্তিজা বলেছেন: আমিও সেটাই ভাবছিলাম, না লিখার হতাশা থেকেও লিখা হয়ে গেলো :)

৪| ১৩ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

রাজিব বলেছেন: প্রান খুলে লিখুন। গত প্রায় ৫ বছর ধরে নানা ভেজালের মধ্যে ও অসুস্থতার কারনে লেখালেখির ইচ্ছা ও অভ্যেস দুইই প্রায় মরে গিয়েছিল। পেটের দায়ে অনেক বছর ধরে লিখছি। তাই এ বিলাসিতা আমার জন্য সাজে না। তবে গত ১০ দিনে সামুতে লিখে আমার আবার সেই আগ্রহ ইচ্ছা অভ্যেস সব ফিরে আসতে শুরু হয়েছে। যদি পোস্ট লিখতে ইচ্ছা না করে, সময় না থাকে তবে যত পারেন কমেন্ট লিখেন। তাহলে দেখবেন চর্চাটা আবার ফিরে এসেছে।
আমি প্রতিদিন গড়ে ২০-৩০ টি কমেন্ট লিখছি এবং এ মাসে আমার ইচ্ছা ১০০০ কমেন্ট লেখার। আর কিছু না হোক বাংলা (অভ্র) টাইপের গতি অনেক বেড়ে গেছে। আর এত এত পোস্ট পড়ে বাংলা পড়ার গতিও অনেক বেড়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.