নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘাড়-ত্যাঁড়া ধরণের মানুষ আমি। নিজের ইচ্ছেগুলো নিয়ে ব্যস্ত থাকতে ভালবাসি। কিছুটা অসামাজিকও বটে।

শাহ মোহাম্মদ ইসমাইল

কজিতো, এরগো সাম

শাহ মোহাম্মদ ইসমাইল › বিস্তারিত পোস্টঃ

কবিতা: রংয়ের মেলা

২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৪

নিশীথে তারার মেলা বসে; আকাশে।
এখানে বসে দেহের মেলা,
বাদামী,কালো কিংবা সাদা,
হরেক রং খুঁজে ফিরে বিপরীত আরেকটা।

জানো কি? এখানে নাই কোন ভেদাভেদ!
রাজা, উজির, মন্ত্রী কিংবা চাষা, মজুর, মিস্ত্রি,
ওরা সব এখানে এক।
সমাজ এখান হতে অনেক দূরে,
তবুও আসে তারা; সমাজ ছেড়ে,সুখ এর খুঁজে।
আবার ফিরে যায় খোঁজ শেষে।
রয়ে যায় কিছু উচ্ছিষ্ট;
প্রবাহিত হয় হরেক রংয়ের অভ্যন্তরে।

কৃতঘ্ন তারা; সুখদাত্রীর সুখ কাড়ে।
অপবিত্র তারা; নিজেদের পবিত্র ভাবে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৯

মামুন ইসলাম বলেছেন: চমৎকার লেখা।

২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০১

শাহ মোহাম্মদ ইসমাইল বলেছেন: ধন্যবাদ।

২| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৭

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভালো লাগলো

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৫

শাহ মোহাম্মদ ইসমাইল বলেছেন: আসলে এটা আমার লেখা প্রথম কবিতা বা কবিতআ জাতীয় কিছ্ু |অনেক ধন্যবাদ আপনাকে|ভালো থাকুন সতত|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.