নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘাড়-ত্যাঁড়া ধরণের মানুষ আমি। নিজের ইচ্ছেগুলো নিয়ে ব্যস্ত থাকতে ভালবাসি। কিছুটা অসামাজিকও বটে।

শাহ মোহাম্মদ ইসমাইল

কজিতো, এরগো সাম

শাহ মোহাম্মদ ইসমাইল › বিস্তারিত পোস্টঃ

ও প্রাচীন দেবতারা!

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৪৩

প্রার্থনা করি
নিশীথে যেন আমাদের পথ দেখান দেবতা আমুন'রা,
স্বর্গের অভিভাবক যিনি,
দুই দিগন্তের মাঝের সব রাজ্যের যিনি রাজা,
তাঁর পবিত্র স্নিগ্ধ আলোয় স্নান করে আমরা আবার নবজন্ম যেন পাই,
আমাদের হৃদয় যেন ভরে উঠে তাঁর আশীর্বাদে,
ও রা,
রাতের অন্ধকার থেকে যিনি আমাদের রক্ষা করেন,
পৃথিবীকে আবার আলোকিত করে দিন,
আমাদের সৌভাগ্য দিন আবার সকাল দেখার।

প্রার্থনা মা'আতের প্রতি,
দশ হাজার নামের দেবী, আলোক বর্তিকা যিনি,
যার গর্ভে সকল রাজা এবং দেবতাদের জন্ম,
আমাদেরকে যেন তিনি আলিঙ্গন করেন,
যেন আমাদেরকে ধাবিত করেন সঠিক পথের দিকে।

প্রার্থনা ওসিরিসের প্রতি,
তারা উজ্জ্বল আকাশ এবং ভূমির প্রথম সন্তান,
জীবনের পরের জীবনের প্রভু, অনন্তকালের শাসক যিনি,
পরকালে যেন তাঁর সঙ্গ পান মৃতরা।
আর বিশ্বাসীদের যেন তিনি দেন অমৃতের স্বাদ।

প্রার্থনা আনুবিসের প্রতি,
মৃতদের যত্ন নেওয়া যাঁর কাজ,
আমাদেরকে যেন তিনি দু'আতের দিকে নিয়ে যান,
যেখানে মৃত্যুর পর শান্তি এবং সমৃদ্ধি রয়েছে,
যেখানে আমাদের আবার জন্ম হবে প্রিয়দের মাঝে।

ও আইসিস,
উর্বরতা এবং পুনর্জন্মের দেবী,
আমাদেরকে রক্ষা করুন আপনার পবিত্র জাদু দিয়ে।
ও পৃথিবীর কত্রী,
আমাদেরকে আরোগ্য লাভ করার ক্ষমতা দিন।

ও থ্থ,
জ্ঞানের দেবতা, সকল কর্মের হিসাব যিনি রাখেন,
অন্তর্দৃষ্টির জন্য আপনার কাছে প্রার্থনা,
এবং ধীশক্তি অর্জনের জন্য।
আমরা যেন বিজ্ঞতার সাথে সেই অর্জন ব্যবহার করতে পারি।

ও সেট,
মরুভূমির প্রভু,
আপনার ক্রোধের বর্ষণে ধুয়ে-মুছে দিন কালো অতীত।
মহান সেট,
অন্ধকার ছিড়ে ভোরে উদ্ভেদ ঘটে যাঁর,
অন্ধকারকে আপনি চালিত করুন বিরান মরুভূমির বুকে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: চমৎকার।

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩৭

শাহ মোহাম্মদ ইসমাইল বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ২৪ শে মার্চ, ২০২০ রাত ১১:১৭

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো লেখা।

২৫ শে মার্চ, ২০২০ রাত ১:১৯

শাহ মোহাম্মদ ইসমাইল বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.