![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কজিতো, এরগো সাম
'ঐ চেরি গাছটায় কয়টা পাতা আছে জানেন?'
রবার্টের প্রশ্নে ঘাড় ঘুরালেন মিস্টার উইঙ্কল। ভ্রু কুঁচকে ফেলেছেন। শূণ্য দৃষ্টি নিয়ে জানালার বাইরে তাকিয়ে আছে ছেলেটা। তর্জনী দিয়ে ইশারা করে বাইরের দিকে দেখালো ও।
'ছয় লক্ষ এগারো হাজার তিনশো বাইশটা।', উত্তরের জন্য বেশি সময় অপেক্ষা করল না রবার্ট।
কি বলবেন ভেবে পেলেন না মি. উইঙ্কল। ঠোঁটদ্বয় প্রশস্থ করে স্মীত হাসলেন। আবার মনোযোগ দিলেন কাজে।
মিনিট কয়েক পরে রবার্টকে বিছানায় শুইয়ে দিয়ে জানালার পাশে এসে দাঁড়ালেন তিনি। একটা দীর্ঘশ্বাস ফেললেন৷ বাইরের দিগন্ত পর্যন্ত বিস্তৃত ধুধু মরুভূমিতে কোন গাছেরই অস্তিত্ব নেই।
১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১৭
শাহ মোহাম্মদ ইসমাইল বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: আমার মাথা চুলকায়
১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১৭
শাহ মোহাম্মদ ইসমাইল বলেছেন: হাহা!
মাথা চুলকানোর মতই বিষয় বটে!
৩| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৭
রাজীব নুর বলেছেন: আমি পাগল হলে আপনার দোষ।
১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১৮
শাহ মোহাম্মদ ইসমাইল বলেছেন: হাহা!
এই ঘরবন্দীদিনগুলিতে সবারই পাগলপ্রায় দশা।
৪| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৫
মা.হাসান বলেছেন: ভালো লেগেছে।
১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১৮
শাহ মোহাম্মদ ইসমাইল বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৫| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪১
নেওয়াজ আলি বলেছেন: এখন মরুভূমিতে গাছ আছে।
১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১৯
শাহ মোহাম্মদ ইসমাইল বলেছেন: অন্তত চেরি গাছ থাকার সম্ভবনা নেই!
৬| ১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৭
দজিয়েব বলেছেন: সুক্ষ্ম!!
১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১৯
শাহ মোহাম্মদ ইসমাইল বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৯
আহমেদ জী এস বলেছেন: শাহ মোহাম্মদ ইসমাইল,
ভালোলাগার মতো...............