![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাদশাহ্ও থাকে না, বাদ্শাহীও থাকে না,
কিছুই থাকে না, কিছুই থাকে না।
আখের ফানা, আখের ফানা।।
ধনও থাকে না, ধনীও থাকে না,
কিছুই থাকে না, কিছুই থাকে না।
আখের ফানা, আখের ফানা।।
জ্ঞানও থাকে না, জ্ঞানীও থাকে না,
কিছুই থাকে না, কিছুই থাকে না।
আখের ফানা, আখের ফানা।।
যৌবনও থাকে না, জীবনও থাকে না,
কিছুই থাকে না, কিছুই থাকে না।
আখের ফানা, আখের ফানা।
-মোহাম্মদ বরকত উল্লাহ খান (রহঃ)
শ্রাবণ ১৩৬০ বাংলা সন,
আগষ্ট ১৯৫৩ খ্রিঃ
২| ০২ রা জুলাই, ২০২০ সকাল ৯:২৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ধনও থাকে,জ্ঞানও থাকে,যৌবনও থাকে হয়তো আপনি আমি থাকিন।
০২ রা জুলাই, ২০২০ সকাল ৯:৫৬
ইকবাল সরদার বলেছেন: আমার সাধ্য কিবা তোমারে
দয়া না করিলে কে পারে
তুমি আপনি না এলে
কে পারে হৃদয়ে রাখিতে
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা
মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাইনা
৩| ০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম সেটাতো বুঝি কিন্তু রেজাল্ট শূন্য
মোহ ধরেই বাঁচার চেষ্টা করি
আজব মন আমাদের
ভালো লাগলো কবিতা
৪| ০২ রা জুলাই, ২০২০ দুপুর ১২:১৩
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
৫| ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৩:২০
নেওয়াজ আলি বলেছেন: মুগ্ধ হলাম।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০২০ সকাল ৮:৩৫
এ কাদের বলেছেন: সত্য কথা।