নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার বিশ্বাসের প্রতিনিধি

ইশতিয়াক অাহমেদ

ইশতিয়াক অাহমেদ › বিস্তারিত পোস্টঃ

বইটা এগ্রিকালচারের না, একটি বিশেষ কালচারের

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩

মেলায় আসার পর বইয়ের খোঁজ এবার একবারও জানানো হয়নি ফেসবুক বা ব্লগে।

সমস্যা নাই। যাদের খোঁজ দরকার ছিল তারা নিজেরাই বইয়ের কাছে গেছে। যাচ্ছে।

বই এসেছে আজ দশ দিন। আবাসস্থল ভাষাচিত্র, স্টল ৪২-৪৩।

ব্লগে আসিনি। ফেসবুকেই শাহবাগ নিয়ে টাইমলাইন ভরে ফেলছি।

ইদানিং যা-ই লিখি শাহবাগ চলে যায়। অথচ দুয়েকটি আরেকটু সামনে গিয়ে বাংলা একাডেমির দিকে যাওয়ার কথা।

... আর ৬দিন আছে এখনো আনুষ্ঠানিকভাবে না জানালে বইয়ের প্রতি অসন্মাণ করা হবে।

বই নাকি সন্তানের মতো! সন্তানের প্রতি তাই একটু কেয়ার করলাম।

বাবা আপেলশাস্ত্র, দেখো তোমার কথা লিখিত জানালাম।

থ্যাংকু বলো বাপ। থ্যাংকু বলো।

বলেছে বোধ হয়। বাতাস এসে এমন পাতাটি উল্টে দিল, তাকিয়ে দেখলাম সেখানে ধন্যবাদ লেখা আছে।

গুড । ইউ ওয়েলকাম।







মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫

স্বপ্নের মানুষ বলেছেন: বইমেলা ২০১৩ ও বই পরিচিত

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

সমানুপাতিক বলেছেন: অভিনন্দন আর শুভকামনা । সহব্লগারদের অনেকেরই বই পাবলিশ হয়েছে এবার দেখা যাচ্ছে ।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

শামস্ বিশ্বাস বলেছেন: অভিনন্দন ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.