![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে প্রথম বাল্যকালে প্রাপ্তবয়স্ক গুজবের শিকার হয়েছিলাম। কোথায় কি হল বুঝলাম না। একদিন সকালে স্কুলে গিয়ে দেখলাম আমার দিকে তাকিয়ে সবাই মুখ চেপে হাসছে। আমি প্রথমদিকে খুব একটা গা না করলেও, পরে দেখি বিষয়টা গায়ে এসেই লাগছে।
সবাই হাসে।
কেউ দূর থেকে আমাকে দেখায়।
কেউ বা পাশে এসে বলার চেষ্টা করে এটা কিন্তু ঠিক করিসনি।
আমি সব সয়ে যাচ্ছিলাম নীরবে। কিন্তু যখন আমাদের অঙক আপা এসে বললেন, এই ছেলেই? এবং সবাই আকাশ-বাতাস কাঁপিয়ে বলল, জি আপা। সে-ই।
তখন আর সহ্য করতে না পেরে জিজ্ঞাসা, একজনকে ধরলাম। কী হয়েছে। বল।
সে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, শুভ কাজে দেরি করতে নেই ঠিক আছে। তাই বলে এত তাড়াতাড়ি?
আমি বললাম, মানে?
তুই জানোস না?
আমি বললাম, কী জানব?
তুই জানোসনা, তুই যে বিয়ে করেছিস?
আমি আর কিছুই বলতে পারলাম না। ছোটবেলার মন। তখন বিয়ে বিষয়টা কিছু কিছু বুঝলেও গুজব জিনিসটা ভালো করে বুঝি না।
বিষয়টা মিথ্যা আমি জানি। তাও আমি বেশি চিন্তিত হয়ে পড়লাম এটা বাসায় জানলে কী হবে?
তাই ব্যাপক শংকা নিয়ে আমি বাসায় ফিরি। কোনও মতে হাত মুখ ধুয়ে বিছানায়। ঘুম।
ঘুম ভাঙতেই, মা সামনে। ওটা করেছিস?
আমি স্তব্দ হয়ে গেলাম। মা কি পরিমাণ লজ্জা পেলে আমাকে সরাসরি বিয়ে শব্দটা বলতে পারছেন না। কী একটা গুজব ছড়ল।
আমি ভয়ে ভয়ে বললাম, বললে তুমি বিশ্বাস করবে?
মা বলল, বল আগে।
না।
কি হল বুঝলাম না। মা সশব্দে চড় বসিয়ে দিল।
আমি অবাক হলাম, মা কি চেয়েছিল এই বয়সে আমি বিয়ে করে ফেলি?
মাকে কী জিজ্ঞাসা করা যায় ভাবতে ভাবতে মা চলে গেলেন।
সন্ধ্যার পর, বাবা এসে সামনে দাঁড়ালেন।
আমার মোটামুটি হাত-পা কাঁপার দশা।
সাদি সম্পর্কে কি শুনছি। তুই কখনও মানুষ হবি না।
আমি থ বনে গেলাম। বললাম,
সাদির এসব মিথ্যা।
বাবাও দিলেন ভয়ংকর চড়। উঠে দাঁড়িয়ে বললেন, তোমার পেছনে আমি এত খরচ করতে পারব না।
আমি কী যে করব বুঝলামই না। মন চাচ্ছে গুজব ছড়ানো লোকটাকে ধরে পেটাই। কী এক দোটানায় ফেলে দিল। স্কুলে এটা নিয়ে তিরস্কার আর বাসায় না করায় তিরস্কার। খুব খারাপ লাগছে আমার। কান্নাকাটি করতে ইচ্ছা করছে। কিন্তু কাঁদতে পারছি না। বিয়ের গুজব যদি সত্যিই হয় তবে তো আমার কাঁদার কথা না। কাঁদবে আমার বউ। কিন্তু কে সে? কই সে?
আমি মন খারাপ করে বসে আছি। বাবা এরকম একটা কথা বলতে পারল? আমার বিয়ের খরচ দিতে তার এখনই অস্বীকৃতি। আমি আর এ বাসায় থাকব না।
ঠিক করলাম, এখনই মা-বাবাকে ডেকে বলব। আমি চলে যাচ্ছি। কোনদিন বিয়ে করতে পারলে তবেই বাসায় ফিরব।
তাদের উদ্দেশে রওনা দিতেই, দেখলাম দু’জনেই আমার রুমে।
মা বলল, তোকে আজ অযথাই মেরেছি। কারেন্ট বিল দেয়ার সময় আরও আছে দেখলাম। আমি ভেবেছি সময় চলে গেছে। তাই একটু রেগে গেছি আর তিনদিন আগের একটা কাজ দিয়েছি, সেটা করতে তোর এত আলসেমি কেন?
বাবা বলল, তোর মা মেরেছে জানলে আমি তোকে কিছু বলতাম না। কিন্তু সাদি ভালো রেজাল্ট করেছে, তার বাবা আজ প্রসংশা করল। তুই যখন এটা অস্বীকার করেছিস তখন আমার মেজাজ খারাপই হয়েছিল। আমি কি মিথ্যা বলি?
আমি আবার আকাশ থেকে পড়লাম, হায় কারেন্ট বিল দিতে না হয় ভুলে গেছি। কিন্তু আনোয়ার সাদি নামের বন্ধুর নাম কি করে বুললাম। হায়!
এখন যদি ওইসব আমি বলে ফেলতাম। তাহলে কি কেলেংকারিই না হতো!
বাসা থেকে কোনভাবে বেঁচে গেলেও স্কুলে সেটা চলল। পানির মতো। আমি চিন্তা করলাম, এটাকে বন্ধ করতে হলে আরেকটা গুজব লাগবে।
আমি সবাইকে ডেকে ডেকে বললাম, কাউকে বলতে পারবি না আমি হেডস্যারের মেয়েকে বিয়ে করেছি।
এটা ছড়াতে ছড়াতে এক সময় হেডস্যারের কানে পৌঁছতেই দু’দিন পর সব চুপ।
আমি বললাম, কিরে আমার বিয়ের শেষ খবর কী?
অনেকে দেখলাম কথা বলে না। গালে হাত দেয়। পিঠে হাত দেয়।
বেতের বাড়ি যেখানে যেখানে পড়েছে আরকি!
যারা বলাবলি করেছে সবগুলোকে হেডস্যার ডেকে ডেকে বিয়ের দাওয়াত খাইয়েছে।
আমি ব্যাপক আনন্দ নিয়ে গুজব ছড়াচ্ছি। কিন্ত বিপরীতে সবাই চুপ।
এ আনন্দ নিয়ে আমি বাসায় ফিরতেই মা আটকাল। তুই নাকি বিয়ে করেছিস?
২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৬
সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: ভাই, আমিও কম খাই নাই। ক্লাস ফাইভে পড়ি। কোন দুর্ঘটনাক্রমে রটে গেল আমি একজন মহীয়সী ললনার পাশে বসে ক্লাস করতে চেয়েছি। তো সেই মহীয়সী ললনা কিছুমাত্র তদন্ত না করিয়া ঐ শিক্ষকের কাছে বিচার দিলেন যিনি আমাকে সবচেয়ে আদর করতেন ও মারতেন।
ক্লাস ফাইভেই যে কলঙ্ক এল , হায়রে,
ঐ ললনা এখন আমার সাথেই বুয়েটে । হা হা হা।
৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৬
সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: ভাই, আমিও কম খাই নাই। ক্লাস ফাইভে পড়ি। কোন দুর্ঘটনাক্রমে রটে গেল আমি একজন মহীয়সী ললনার পাশে বসে ক্লাস করতে চেয়েছি। তো সেই মহীয়সী ললনা কিছুমাত্র তদন্ত না করিয়া ঐ শিক্ষকের কাছে বিচার দিলেন যিনি আমাকে সবচেয়ে আদর করতেন ও মারতেন।
ক্লাস ফাইভেই যে কলঙ্ক এল , হায়রে,
ঐ ললনা এখন আমার সাথেই বুয়েটে । হা হা হা।
৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৬
সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: ওহ, ভুলে গেছিলাম >>>>>>>>>>>>>>>>
+
৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৭
একজন বাংলার ছেলে বলেছেন: হা হা হা
৬| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৯
হাসান মাহবুব বলেছেন: বিহাহাহাহা!
৭| ১০ ই মে, ২০১৩ দুপুর ১:২৬
রোদ্দুর মামুন. বলেছেন: দারুন লাগলো ভাই.
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৬
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: