![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিবনে প্রতিটা মুহূর্তে যা দেখি তা ই লিখার চেষ্টা করি.............
ছোট-বড়
ছেলে-বুড়
পুরুষ-মহিলা
পরিচিত-অপরিচিত
সবাই
প্রথমে আমার মুখের দিকে তাকায়
তারপরেই দেখে আমার হাতে কি আছে
হাতে যাই থাকুক না কেন
কাঁচা বাজার, দা-বটি, টিস্যু পেপার . . .
whatever
সবাই অবাক হয়ে সেই দিকেই তাকায়ে থাকে . . . :o
আরে
আজিব
আমি কি মঙ্গল গ্রহ থেকে আসছি যে
আমার হাতে কাঁচা বাজার, দা-বটি, টিস্যু পেপার . . . এই সব থাকতে পারবে না
এটা নিয়ে মেজাজ খারাপ হত না
কাহিনী টা ঘটলো গতকাল বিকেলবেলা
আমি ছোট খালার বাসা থেকে ৪ কেজি টমেটো নেট এর ব্যাগ এ নিয়ে হেটে হেটে আসতেছি
এক লোক
রাস্তা পার হয়ে আমার সাইড এ আসতেছে
কিন্তু নজর আমার হাতের টমেটোর দিকে
যা হবার তাই হইলো
রাস্তার স্পিড-ব্রেকার এ খাইল উস্ঠা
খালি রাস্তা দেখে একটা বাইক আসতেছিল জোরে
বাইক টা উনার পিছনে এসে অনেক কষ্টে থামল বটে বাট কাত হয়ে পরে গেল
বাইক চালক তো বলার কিছু পাচ্ছে না
কিন্তু উস্ঠা খাওয়া লোক টা সোজা হয়ে দাড়ায়েই আমাকে জিজ্ঞেস করলো
"ভাই, এত লিচু কই পাইলেন ???"
এই লিচু রূপধারী টমেটো কই পাইলাম তা আর বলার প্রয়োজন মনে করলাম না ........... :/
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: লিচু রুপদারি টমেটুঁ
ভালা কথা