![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিবনে প্রতিটা মুহূর্তে যা দেখি তা ই লিখার চেষ্টা করি.............
গত আওয়ামী লীগ সরকারের আমলে খালি লঞ্চ ডুবত
তখন একুশে ইটিভি ডিশ ছাড়াই দেখা যেত
দেখতাম
লাশ আর লাশ
নদীর পারে হাজার হাজার মানুষ
কুকুর লাশ নিয়ে দৌড় দিতেছে
উদ্ধারকারী তদন্ত কর্মকর্তা অনেক কষ্টে ডুবে যাওয়া লঞ্চ টা উঠায়েই একটা সংবাদ সম্মেলন করতেন
বলতেন
এর পরে আর এতো বড় লঞ্চ আর আমরা তুলতে পারব না
আমাদের আর সাধ্য নেই
এই লঞ্চ ডুবা এখন অনেক টাই কমছে
লঞ্চ ছোট হইছে, নাকি উদ্ধারকারী লঞ্চ এর সক্ষমতা বাড়ছে, নাকি লঞ্চ মালিক রা সচেতন হইছে জানি না
কিন্তু এটা বুঝি
সরকার অবশ্যই কিছু না কিছু করছিল
তার ফলেই সেই লাশের মিছিল থামছিল
কিন্তু এবার ক্ষমতায় আসার পর
বেশ কয়েকটা জায়গায় বড় ধরনের আগুন লাগলো
ফ্লাই ওভার এর গার্ডার পড়ল
৮ তলা বিল্ডিং ও দেবে গেলো
লাশ এর পর লাশ বের হচ্ছে
সরকার কেন কিছু করতেছে না??
সেই উদ্ধারকারী কর্মকর্তা তো নিজের অক্ষমতা বারবার প্রকাশ করে তখনকার লঞ্চ ডুবা বন্ধ করছিলেন
কিন্তু এখনকার বিল্ডিং দেবে যাওয়া বন্ধ করবে কে??
কেও নিজের অক্ষমতা প্রকাশ করতেছে না
সবাই একটা বুগি জুগি বুঝানোর চেষ্টা করতেছে
চাচা
দেশ এখন অনেক আগায়ে গেছে
আমরা বুঝি
কোথায় আধুনিক আর ভারি যন্ত্রপাতি ব্যাবহার করা যাবে আর কোথায় যাবে না
আপনাদের নাই
লাগবে
এটা ক্যামেরার সামনে বলেন
দেশ জানুক
দেশের মানুষ জানুক
দেশের ক্ষমতায় যারা আছে তারা জানুক
তাহলেই না আপনাদের যন্ত্রপাতি দিবে
যদি স্বীকার ই না করেন
তাহলে দিবে কিভাবে?? জানবে কিভাবে??
ভবিষ্যতের দুর্ঘটনা এড়ানো যাবে
নাহলে ভবিষ্যতের দুর্ঘটনার কারন হিসেবে আপনি ই এক নম্বর এ থাকবেন . . .
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫
আবুল হাসান নূরী বলেছেন: সরকারের দায়িত্ব গভীর শোক প্রকাশ পর্যন্তই। এর বেশি কিছু আগে কোনদিন হয়নি, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই।