![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিবনে প্রতিটা মুহূর্তে যা দেখি তা ই লিখার চেষ্টা করি.............
৭৫% উদ্ধার কাজ শেষ
যারা এই উদ্ধার কাজে সহযোগিতা করলেন তাদের কে অসংখ্য ধন্যবাদ
আপনাদের মতো কিছু ভালো মানুষ আছে বলেই এই দেশ টা এখনো ভালো আছে
কিন্তু আপনারা ভালো কাজের আড়ালে অনেক খারাপ একটা কাজ এর সাক্ষী হয়ে রইলেন
কেমন??
বলছি
এই যে মৃত মানুষ গুলা কে বের করে আনলেন, কাওকে কাওকে অর্ধেক কেটে কুটে বের করে আনলেন
এদের পরিবার তো এখন নিঃস্ব, রিক্ত, সর্বস্বান্ত
এদের ৯০% মানুষ ই তাদের পরিবারের এক মাত্র আয়ের মানুষ টাকে হারিয়েছে
তাদের এখন ১ বেলা খাওয়ার আগেও চিন্তা করা লাগবে পরের বেলা কি খাবে
রিকশায় উঠার বিলাশিতা এই মানুষ গুলা আগেও করতো না
সেটা না হয় নাই বা বললাম
বাস ভাড়া দিতেও তাদের হাত কাঁপবে
ঈদ এ বাচ্চাদের একটা নতুন কাপড় দিতে পারবে না
তখন এই বেঁচে থাকা পরিবার গুলা একটা আক্ষেপ ই করবে
খোদা কেন তাদের কেও রানা প্লাজায় রেখে মারে নাই
এই পরিবার গুলা চলত অনেক কষ্ট করে
এখন চলতে যেই কষ্ট হবে সেটা পত্রিকায় আসবে না, ব্লগ এ আসবে না
এদের কেও দেখবে না
এখন থেকেই এই পরিবার গুলার জন্য একটু চিন্তা করেন
স্কুল গুলা তে এই পরিবারের ছোট ছেলে মেয়ে গুলা যেন ফ্রি তে পড়তে পারে
সেই ব্যাবস্থা একটু কষ্ট করে করে দেন
এই ছেলে মেয়ে গুলার জন্য একটা ছোট খাট বৃত্তির ব্যাবস্থা করে দেন
তারা কোন আরামদায়ক প্রসাধনী সামগ্রী কিনবে না
পেট চালানোর জন্য যা লাগবে আর নিতান্তই যেই কাপড় টা না হলে চলবে না
শুধু মাত্র সেই জিনিস গুলাই তারা কিনবে
তো তাদের কাছ থেকে লাভ টা না হয় না ই বা করলেন
যারা মারা গেছে তারা বেঁচে গেছে
এই পরিবারের মানুষ গুলা না মরেও বাকি জীবন মরার মতো জীবন যাপন করবে
আসেন সবাই মিলে একটু সাহায্যের হাত বারিয়ে দেই
রাজনৈতিক দল গুলার অনেক অনেক টাকা
হরতাল, মিছিল, অবরোধ, নাম পরিবর্তন একটু আপাতত বন্ধ রেখে
একটা ফান্ড করে এই অসহায় পরিবার গুলাকে একটু সাহায্য করেন
দেশের মানুষ গুলা কে কষ্টে রাখলে রাজনীতি করবেন কাদের নিয়ে ???
২| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৯
জাহাজ ব্যাপারী বলেছেন: Bangladesh Garment-worker Murderers’ and Executioners’ Association = BGMEA)
৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৭
নীল জানালা বলেছেন: আমাদের দেশের কোন রাজনৈতিক দলটা সাধারন জনগনের সমর্থনে নিয়া রাজনিতি করে বলেনতো? উনারা রাজনিতি করেন রানাপ্লাজার মালিক রানার মত গুন্ডাষন্ডাদের নিয়া। জনগনরে থোড়াই কেয়ার করেন উনারা। বরং গুন্ডাপান্ডা আর অস্ত্রধারী সন্ত্রাসীদের দিয়া রাজনৈতিক দলগুলা সাধারন জনতারে জিম্মি বানায়া রাখসে।
৪| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫২
রাজ হাসান বলেছেন: ইশতিয়াক ভাই ৭৫% উদ্ধার কাজ শেষ এটা কই পাইলেন???যেখানে এখন পর্যন্ত কেউ বলতে পারেনা যে সঠিক ভাবে ভবনে কতজন মানুষ ছিল দুর্ঘটনার সময়।
৫| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৯
ছাসা ডোনার বলেছেন: গার্মেন্টস মালিকদের প্রতি অনুরোধ আপনারা ভুলে যাবেন না প্রতিটা শ্রমিকই জাতীয় সম্পদ তাই তাদের প্রতি অবহেলা করবেন না, আর যদি করেন আল্লাহ আপনাদের সম্পদ যে ভাবে দিয়েছেন ঐভাবেই নিয়ে যাবেন।
আসেন সবাই মিলে জাতীয় এই সম্মদগুলোকে রক্ষা করি।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: দূর্ঘটনায় তাৎক্ষনিক চাহিদা যেমন প্রয়োজন
ততোধীক প্রয়োজন দূর্ঘটাত্তোর সহায়তা। তাদেরকে একটা অবলম্বন দাড় করিয়ে দেয়া। আপাত চিকিৎসা নিয়ে যে বাড়ী যাবে- তার লাগবে দীর্ঘমেয়াদী পথ্য খরচা।
লাগবে বেঁচে থাকার সাময়িক জরুরী সহায়তা।
তবে সু খবর হলো এই মাত্র পড়লাম..http://www.somewhereinblog.net/blog/Milton787/29824434
অনুদানের টাকা নিহতদের পরিববারের সদস্যদের দেয়ার পাশাপাশি আহতদের চিকিৎসা এবং পুর্নবাসনের কাজে ব্যয় করা হবে বলে নিশ্চিত করেছেন বিজিএমইএ ২য় সহ-সভাপতি এস এম মান্নান কচি। তিনি বলেন, অনুদানের পরিমাণ আরো বাড়তে পারে। দুর্যোগকালীন সময়ে শ্রমিকদের পাশে দাঁড়ানোর নৈতিকতা বোধ থেকেই মালিকরা এভাবে এগিয়ে আসছেন। যা এ শিল্পের জন্যই ভালো।
আশা করি প্রত্যাশা এবং বক্তব্যানুযায়ী সঠিক ভাবেই তা প্রকৃতদের কল্যানে ব্যয়িত হবে।