![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিবনে প্রতিটা মুহূর্তে যা দেখি তা ই লিখার চেষ্টা করি.............
পিঠাপিঠি ভাই বোন থাকলে সবাই ছোটটাকেই বেশি আদর করে এটা অনেকেই বলে
তার কিছু প্রমাণও পাইতেছি
আমার সামনের বাসার ভাগ্নিকে সবাই ডাকে, একটু পর পরই
হয় নানা, নাহলে নানি, নাহলে মা, নাহলে চাচা, নাহলে বাবা
ও হাত পা নাড়াইলেই সবাই ডাকাডাকি শুরু করে
কিন্তু বড় টাকে কেও ডাকে না
উল্টা বড় টা সবাইকে ডাকে একটু কোলে নেয়ার জন্য
কোন সন্দেহ নাই বাবা, মা, আত্মীয় স্বজন ২ জনকেই সমান ভালবাসে
কিন্তু ছোটটা ছোট বলেই হয়তো ওকে একটু বেশি চোখের সামনে রাখতে চায়
তারপরও দূর থেকে দেখে কেমন জানি মনে হয় সবাই ছোটটাকে বেশি আদর করতেছে
ভাগ্য ভালো আমার ছোট কোন ভাই বোন নাই
থাকলে খবরই আছিল
এমন আমার ক্ষেত্রে হইলে ছোটটারে খাটের চিপা দিয়ে ফেলায়ে দিতাম, গায়ে লাল পিপড়া তুলে দিতাম, আর ওর চকলেট গুলা তো সব আমার
মুহাহাহাহাহাহা . . .
©somewhere in net ltd.