নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারিয়ে যাওয়ার পর

ইশতিয়াক

ইশতিয়াক০০৮

জিবনে প্রতিটা মুহূর্তে যা দেখি তা ই লিখার চেষ্টা করি.............

ইশতিয়াক০০৮ › বিস্তারিত পোস্টঃ

"এতো হাত ধরতে চাও কেন??"

০৩ রা জুন, ২০১৩ রাত ১১:৪৯

"এতো হাত ধরতে চাও কেন??"

"আমার হাতে আছে টা কি??"

"আমার হাত তো দেখতে সুন্দর না, কালো"

"আমার হাত ঘামে"

"যদি তোমার সাথে আমার বিয়ে হয়, তাহলে বিয়ের পরে হাত ধইরো"

"বিয়ের পর কিছু বলব না"



এর পরে আরও ৩ টা লাইন আছে (যেগুলা বলা সম্ভব না :P :P)

টোটাল ৯ টা লাইন



যেই ৯ টা লাইনের প্রতিটা ধ্বনি এখনো সময়ে অসময়ে পরিষ্কার কানে বাজে

মুখে আপনাআপনি এক চিলতে হাসি ফুটে উঠে

আর বুকের মধ্যে একটা মোচড় মারে



টোটাল ৯ টা লাইন

আমার নিজ কানে শোনা ৯ টা লাইন



তুমি শুধু আমার, শুধুই আমার



এই ৯ টা লাইনের ভালবাসা গুলো যেমন আমার

ঠিক তেমনি এই ৯ টা লাইনের কষ্ট গুলোও শুধুই আমার



কাওকে আমার এই ভালোবাসা আর কষ্টের মধ্যে হাত দিতে দিব না ;)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:১৭

ডি মুন বলেছেন: :( :( :( :(

২| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৬

অনন্যমানুষ বলেছেন: বাকি ৩টা লাইন জানতে মুন্চায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.