![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিবনে প্রতিটা মুহূর্তে যা দেখি তা ই লিখার চেষ্টা করি.............
"এতো হাত ধরতে চাও কেন??"
"আমার হাতে আছে টা কি??"
"আমার হাত তো দেখতে সুন্দর না, কালো"
"আমার হাত ঘামে"
"যদি তোমার সাথে আমার বিয়ে হয়, তাহলে বিয়ের পরে হাত ধইরো"
"বিয়ের পর কিছু বলব না"
এর পরে আরও ৩ টা লাইন আছে (যেগুলা বলা সম্ভব না
)
টোটাল ৯ টা লাইন
যেই ৯ টা লাইনের প্রতিটা ধ্বনি এখনো সময়ে অসময়ে পরিষ্কার কানে বাজে
মুখে আপনাআপনি এক চিলতে হাসি ফুটে উঠে
আর বুকের মধ্যে একটা মোচড় মারে
টোটাল ৯ টা লাইন
আমার নিজ কানে শোনা ৯ টা লাইন
তুমি শুধু আমার, শুধুই আমার
এই ৯ টা লাইনের ভালবাসা গুলো যেমন আমার
ঠিক তেমনি এই ৯ টা লাইনের কষ্ট গুলোও শুধুই আমার
কাওকে আমার এই ভালোবাসা আর কষ্টের মধ্যে হাত দিতে দিব না
২| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৬
অনন্যমানুষ বলেছেন: বাকি ৩টা লাইন জানতে মুন্চায়।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:১৭
ডি মুন বলেছেন: