![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিবনে প্রতিটা মুহূর্তে যা দেখি তা ই লিখার চেষ্টা করি.............
এখনো মনে পড়ে তোমায়
এখনো বৃষ্টি দেখলে তোমার সাথে একটু ভিজতে ইচ্ছা করে
এখনো রোদ দেখলে তোমার মাথার উপর একটু ছাতা ধরতে ইচ্ছা করে
ইচ্ছা করে তোমাকে পাশে নিয়ে রিকসায় সারা ঢাকা শহর ঘুরে বেড়াই
মোবাইলে এখনো তোমার জন্য একটা আলাদা রিংটোন দেয়া
পুরনো এস এম এস গুলা এখনো পড়ে পড়ে আগের দিন গুলায় ফিরে যাই
ক্যালেন্ডার এর পাতায় তারিখ কেটে কেটে দিন গুনি
আর আম্মুর কাছে ক্যালেন্ডার এর দিন কাটার মিথ্যা অজুহাত দেই
আগের দেখা পুরনো স্বপ্ন গুলা একটা খালি বোতলে আটকায়ে রাখছি
যদি কোনদিন আবার দরকার পড়ে যায়
যদি কোনদিন আবার ফিরে আসো
যদি কোনদিন একটু ভালোবাসো
২| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৬
তোমোদাচি বলেছেন:
৩| ০৬ ই জুন, ২০১৩ রাত ৮:২৮
শুঁটকি মাছ বলেছেন: ভাইয়া কবিতা তো ভালো হয়েছে,কিন্তু প্রথমে আর শেষে মুখ ভেংচি দিয়ে যে কি বুঝাতে চাইলেন তাই বুঝলাম না
০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৫৮
ইশতিয়াক০০৮ বলেছেন: দুঃখের সিম্বল দিতে চাইছিলাম, ওইটাই ভেংচি হয়ে গেছে ......
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৮
জাফরুল বলেছেন: ভালো হয়েছে। +