![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিবনে প্রতিটা মুহূর্তে যা দেখি তা ই লিখার চেষ্টা করি.............
খুব দেখতে ইচ্ছা করে
সেই বোম্বে লেয়ার কাট চুল
চওড়া কপাল
কলাসল কাজল দেয়া টানা টানা সেই অসাধারণ সুন্দর দুইটা চোখ
মোটাসোটা নাক
লাল টকটকে লিপস্টিক দেয়া strawberry মতো ঠোট
উপরের ঠোটের বাম দিকে পিচ্চি সাদা একটা pimple
আর অসাধারন মায়া ভরা ২ টা গাল
তোমার কলেজের গেটের রাস্তার অপর পাশে দাড়িয়ে
তোমাকে এক পলক দেখতে খুব ইচ্ছা করে
আগে দেখা হলেই জিজ্ঞেস করতা
এতো কি দেখ ??
আমি দেখতাম না
শুধু মনের ক্যামেরায় তোমার একটার পর একটা ছবি তুলতাম
হাজার হাজার ছবি
লাখ লাখ ছবি
মনের মতো করে
ভালোবাসা মমতার ছোঁয়ায় মাখানো থাকতো ছবিগুলা
সেই ছবি গুলা দেখেই তোমাকে কাছে পাওয়ার অভাবটা ভুলে থাকতাম
কিন্তু এখন আর সাহস পাই না
সেই ফটোকপির দোকানের পাশে গিয়ে দাড়াতে
যদি ডেকে জিজ্ঞেস করে বসো
"কেন আসছ??"
"তোমাকে না বলছি আমি তোমার হবো না"
"তাহলে কেন আসছ??"
আমার কাছে তো এই প্রশ্নের উত্তর নেই
আছে শুধু দুঃখ আর কষ্টে ভরা এক সাগর শূন্যতা
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৮
অনন্যমানুষ বলেছেন: আহারে!! খুব মায়া লাগতেছে!